সুশীল সমাজ হল-
ক) রাজনৈতিক দল
খ) ধর্মীয় সম্প্রদায়
গ) উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
ঘ) উপদল
Note : সুশীল সমাজকে সমাজের "তৃতীয় বিভাগ" হিসেবে বোঝা হয়, যা সরকার এবং বাণিজ্য থেকে আলাদা। অন্যান্য লেখকদের মতে, "সুশীল সমাজ শব্দটিকে (১) বেসরকারী সংস্থা এবং প্রতিষ্ঠানের সমষ্টি হিসেবে বোঝানো হয় যা নাগরিকদের স্বার্থের ব্যাপারে আগ্রহী হয়, অথবা (২) সমাজের কোন ব্যক্তি বা সংগঠন যা সরকার-নিরপেক্ষ হয়ে থাকে।
Related Questions
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
Note : ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে ১৯৭০ সনে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৪ টি দল অংশ নেয়। আওয়ামী লীগ ১৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ১৬২টি আসন পূর্ব পাকিস্তানে এবং অবশিষ্টগুলি পশ্চিম পাকিস্তানে। প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এ্যাসেম্বলীর ৩০০টি আসনের ২৮৮টি জিতে নেয়।
ক) ৬ প্রকার
খ) ৭ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
Note :
যে বিশেষ শব্দগুলো দ্বারা পুরুষ, নারী, জড়বস্তুকে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার। যথা: ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ, ৩. ক্লীব লিঙ্গ, ৪. উভয়লিঙ্গ।
ক) তৎসম
খ) তদ্ভব
গ) দেশী
ঘ) বিদেশী
Note : চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পারি, হস্ত, মস্তক, চক্ষু, কর্ণ ইত্যাদি তৎসম শব্দ। অর্থাৎ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রুপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
ক) কর্তৃকারকে ৭মী বিভক্তি
খ) কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি
গ) কর্মকারকে ৭মী বিভক্তি
ঘ) সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
জব সলুশন