বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
ক) ১৯৬২ সালে
খ) ১৯৬৪ সালে
গ) ১৯৬৬ সালে
ঘ) ১৯৬৮ সালে
Note : ১৯৬৬ সালের ১৮-১৯ মার্চ অনুষ্ঠিত আওয়ামী লীগের ৬ষ্ঠ কাউন্সিলে বঙ্গবন্ধু পার্টির সভাপতি নির্বাচিত হন। ১৯৭৪ সালের ২০ জানুয়ারি পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
Related Questions
ক) প্রচারণার মাধ্যমে
খ) অস্ত্রের মাধ্যমে
গ) সরকারের আনুকুল্যে
ঘ) নিবার্চনের মাধ্যমে
ক) ৮০
খ) ৪২০
গ) ৪৩০
ঘ) ৩৫৪
Note : জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের আসন সংখ্যা ৩৫৪ টি, অতিথি আসন ৫৬ টি, কর্মকর্তা আসন সংখ্যা ৪১ টি, সাংবাদিক আসন সংখ্যা ৮০ টি, এবং দর্শক আসন সংখ্যা ৪৩০ টি ।
ক) রাজনৈতিক দল
খ) ধর্মীয় সম্প্রদায়
গ) উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
ঘ) উপদল
Note : সুশীল সমাজকে সমাজের "তৃতীয় বিভাগ" হিসেবে বোঝা হয়, যা সরকার এবং বাণিজ্য থেকে আলাদা। অন্যান্য লেখকদের মতে, "সুশীল সমাজ শব্দটিকে (১) বেসরকারী সংস্থা এবং প্রতিষ্ঠানের সমষ্টি হিসেবে বোঝানো হয় যা নাগরিকদের স্বার্থের ব্যাপারে আগ্রহী হয়, অথবা (২) সমাজের কোন ব্যক্তি বা সংগঠন যা সরকার-নিরপেক্ষ হয়ে থাকে।
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
Note : ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে ১৯৭০ সনে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৪ টি দল অংশ নেয়। আওয়ামী লীগ ১৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ১৬২টি আসন পূর্ব পাকিস্তানে এবং অবশিষ্টগুলি পশ্চিম পাকিস্তানে। প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান এ্যাসেম্বলীর ৩০০টি আসনের ২৮৮টি জিতে নেয়।
ক) ৬ প্রকার
খ) ৭ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
Note :
যে বিশেষ শব্দগুলো দ্বারা পুরুষ, নারী, জড়বস্তুকে আলাদা করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার। যথা: ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ, ৩. ক্লীব লিঙ্গ, ৪. উভয়লিঙ্গ।
জব সলুশন