'যা দমন করা যায় না' -এক কথায় হবে -----
'যা দমন করা যায় না'— অর্থাৎ যাকে থামানো বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় — এর এক কথায় প্রকাশ অদম্য।
Related Questions
'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ মন্দ ভাগ্য।
ইঁদুর কপালে (মন্দ ভাগ্য) – এতো কষ্ট করেও সুখের মুখ দেখলে না, তুমি আসলেই একটা ইঁদুর কপালে।
আদিষ্ট শব্দের অর্থ - আদেশ বা উপদেশ প্রাপ্ত, নিযুক্ত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
নিষিদ্ধ শব্দের। অর্থ - অনুচিত, অন্যায়, বে - আইনী, নিষেধ করা হয়েছে এমন। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই, আদিষ্ট শব্দের বিপরীত শব্দ নিষিদ্ধ।
'শশব্যস্ত' কর্মধারয় সমাস (শশকের ন্যায় ব্যস্ত)। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
জব সলুশন