Suddenly he began to weeping .

ক) হঠাৎ সে কাঁদছে ।
খ) হঠাৎ সে কাঁদতে শুরু করল।
গ) হঠাৎ সে কাঁদতে শুরু করেছে ।
ঘ) হঠাৎ সে কাঁদতে শুরু করে

Related Questions

ক) ঢাকা
খ) নয়াদিল্লী
গ) কলম্বো
ঘ) কাঠমুন্ডু
Note :

প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে।

সাফ গেমস এর নাম ২০০৬ সালে এস এ গেমস বা সাউথ এশিয়ান গেমস করা হয়। প্রতি দুই বছর অন্তর সাফ গেমস অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালের নেপালের কাঠমুন্ডুতে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়। ঢাকায় প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ১৯৮৫ সালে।

ক) বৃষ্টি শুরু ।
খ) বৃষ্টিপাত হয়েছিল ।
গ) বর্ষাকাল এসেছে ।
ঘ) বর্ষাকাল শুরু হয়েছে ।
ক) raised
খ) pointed
গ) lifte
ঘ) crossed
Note :

Keeping fingers raised, keeping fingers pointed or keeping fingers lifted এ জাতীয় phrase সচরাচার দেখা যায় না। কিন্তু keep one's fingers crossed (cressed ) অর্থ হলো আশা পোষণ করা, কামনা করা । সুতরাং উত্তর 'ঘ' সঠিক।

ক) লোকটি মহাসঙ্কটে পড়েছে ।
খ) লোকটি বিপদে পড়েছে ।
গ) লোকটি সমস‍্যায় পড়েছে ।
ঘ) লোকটি খুবই অসহায় ।
ক) figure
খ) food
গ) diet
ঘ) outlook
Note :

বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে। Outlook (দৃশ্য) এবং figure (সংখ্যা) খাওয়া যায় না। সুতরাং diet এবং food - এর মধ্যে balanced food - এ জাতীয় phrase এর ব্যবহার তেমন দেখা যায় না । তাছাড়া food - এর আগে a বসানো যায় না, diet - এর আগে বসে। সুতরাং উত্তর 'C' সঠিক।

ক) was
খ) had been
গ) has been
ঘ) being
Note :

বাক্যে past tense - এ দুটি clause রয়েছে এবং এখানে অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংগঠিত কাজটির হবে past perfect tense আর পরেরটি হবে past indefinite tense . আমরা রাস্তাটিতে হাটতে সমর্থ হয়েছিলাম (So, we were able to walk through the path) যেহেতু ইতিপূর্বে রাস্তাটি পাকা করা হয়েছিল। সুতরাং পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved). সুতরাং 'খ' উত্তরটি সঠিক।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন