কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
ক) ক্লাইভ
খ) ডালহৌসি
গ) ওয়েলেসলী
ঘ) জব চার্নিক
Note : জব চার্নক নামে কোম্পানির এক প্রশাসককে সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ কলকাতার প্রতিষ্ঠাতা
Related Questions
ক) সাতক্ষীরায়
খ) মেহেরপুরে
গ) চুয়াডাঙ্গায়
ঘ) নবাবগঞ্জে
Note : মুজিবনগর মেহেরপুর জেলার ভবেরপাড়া গ্রামে (বৈদ্যনাথতলায়) অবস্থিত।
ক) ফরিদপুর
খ) চাঁদপুর
গ) চট্টগ্রাম
ঘ) নারায়ণগঞ্জ
Note : নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই বা বাংলায় নগই) হল বাংলাদেশের একটি গবেষণা প্রতিষ্ঠান যা প্রধানত বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতারক্ষা ও পাললিকীকরণ, সেচব্যবস্থা এবং নদীর তীর সংরক্ষণ কাজে জরিপ পরিচালনা ও ব্যবস্থা গ্রহণের কাজ করে থাকে এবং এটি ফরিদপুরে অবস্থিত।
ক) কক্সবাজার
খ) কুয়াকাটা
গ) দীঘা
ঘ) পাটায়া
Note : বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার (বাংলাদেশে)। এর দৈর্ঘ্য ১২০ কিমি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র।
ক) প্রধানমন্ত্রী
খ) প্রেসিডেন্ট
গ) স্পিকার
ঘ) আইনমন্ত্রী
Note : সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, 'এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। '
ক) ১৮৫৫ সালে
খ) ১৮৪০ সালে
গ) ১৮৪৬ সালে
ঘ) ১৮৪৮ সালে
Note : নাবিকদের পথ দেখানোর সুবিধার্থে ১৮৪৬ সালে ব্রিটিশ সরকার কুতুবদিয়ায় নির্মাণ করে বাতিঘরটি
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি
ঘ) ৫ টি
Note : ং, ঃ,ঁ - এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
জব সলুশন