বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে শীর্ষে রয়েছে কোন দেশ?
Related Questions
সাধারণত, একাধিক প্যারা বিশিষ্ট passage - এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, title এর বিষয়টি যেন প্রতিটি প্যারার প্রথমে ও শেষে কোনো না কোনোভাবে বিদ্যমান থাকে। এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায়। অর্থাৎ আবিষ্কারের ক্ষেত্রে digital telescope - এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সুতরাং বক্তব্য বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় (D) ই সঠিক উত্তর।
সঠিক উত্তর হলো C
“Databases produce lot of information.”
আধুনিক ডেটাবেস বিপুল পরিমাণ পর্যবেক্ষণমূলক (observational) ডেটা সংরক্ষণ ও উৎপন্ন করতে পারে—এই বক্তব্যের সঙ্গে C অপশনটিই সঠিকভাবে মিলে যায়।
বাক্যটি “Data bases sit on computer disks, humming away” দ্বারা বোঝানো হয়েছে—
ডেটাবেসগুলো কম্পিউটারের ডিস্কে নীরবে (হালকা শব্দ করে) ক্রমাগত কাজ করে চলেছে।
এখানে “humming away” বলতে বোঝানো হয়েছে, নীরবে ও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।
অতএব, বাক্যটির অর্থ দাঁড়ায় —
“ডেটাবেসগুলো কম্পিউটার ডিস্কে অবস্থান করছে এবং নীরবে কাজ করছে।”
সঠিক উত্তর: B) Data bases make soft-sound but are working away
জব সলুশন