যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
২৫% বৃদ্ধিতে তেলের মূল্য হয় ১২৫
টাকা ১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
অতএব ১০০ " " " ২৫×১০০/১২৫ = ২০ টাকা
= ২০%
Related Questions
ধরি, 1/2 এর x % হবে 3/4
1/2 × x % = 3/4
x% = 3/2
x/100 = 3/2
x = 150
মোট সময় = ২ + ৪ = ৬ ঘণ্টা মোট দূরত্ব = ৫×২ = ১০ মাইল
∴ গড় = ১০/৬
=১(২/৩)
শুধু ইংরেজিতে ফেল করেছে (১০০-৭০-১০)% =২০%
’’ বাংলায় ’’ ’’ (১০০-৮০-১০)%=১০%
সুতরাং, উভয় বিষয়ে ফেল করে (২০+১০+১০)=৪০%
সুতরাং, ’’ ” পাশ করেছে(১০০-৪০)=৬০%
উভয় বিষয়ে ৬০ জন পাশ করে যখন শিক্ষার্থী =১০০
’’ ” ৩০০ ” ” ” ” ” =১০০*৩০০/৬০=৫০০ জন
ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদামঙ্গলের অন্তর্গত। দেবী পাঠনীকে বলে, আমাকে খেয়া পার করে দাও। পাঠনী রাজি হয়ে দেবীকে তার নৌকায় তুলে নেয়। কিন্তু ঈশ্বরী পাঠনী দেবিকে চিনতে পারে না। যখন দেখে দেবী যেখানে পা রেখেছেন সেখানটা স্বর্ণ হয়ে যাচ্ছে তখন পাঠনী বুঝতে পারে তিনি সাধারণ কোনো নারী নয়, মহাদেবি। যখন চিনতে পারে তখন দেবি তাকে বলে তুমি আমার কাছে কি চাও। তখন পাঠনী তার ছেলে মেয়ের জন্য ঐ প্রার্থনা করে।
জব সলুশন