Ad-hoc এর অর্থ কি?
ক) তদর্থক
খ) অস্থায়ী
গ) শপথপত্র
ঘ) ক ও খ উভয়ই
Related Questions
ক) যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে
খ) সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয় ।
গ) সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।
ঘ) সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
ক) পার হয়ে
খ) পার হইয়ে
গ) পারি হয়ে
ঘ) পেরিয়ে
Note :
সাধুরীতি তে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অন্যদিকে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন:
সাধুরীতি - চলিত রীতি
তাহাকে(সর্বনাম) - তাকে
পার হইয়া( ক্রিয়া) - পেরিয়ে
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) প্রমথ চৌধুরী
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
জব সলুশন