‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত –

ক) গল্প সংকলনের নাম
খ) কবিতার নাম
গ) কাব্য সংকলনের নাম
ঘ) উপন্যাসের নাম
বিস্তারিত ব্যাখ্যা:

'শেষের কবিতা' রবীন্দ্রনাথের একটি - - উপন্যাসের নাম।

শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।

Related Questions

ক) অগ্রপথিক
খ) প্রলয়োল্লাস
গ) বিদ্রোহী
ঘ) ধূমকেতু
Note :

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২) । এ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ' প্রলয়োল্লাস'। ধূমকেতু ও বিদ্রোহী কবিতাও অগ্নিবীণার অন্তর্গত। অগ্রপথিক কবিতাটি নজরুল ইসলামের 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত ।

ক) বিষ্ণু দে
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) বুদ্ধদেব বসু
Note :

• প্রথম বাংলায় টি. এস. এলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি. এস. এলিয়টের The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো। রবীন্দ্রনাথ তার "পুনশ্চ" কাব্যে "তীর্থযাত্রী" কবিতা নামে এটি সংকলন করেছিলেন।

• তবে, বিষ্ণু দে ১৯৫০ সালে এলিয়েটের কবিতা অনুবাদ করেন। বুদ্ধদেব বসুও পরবর্তীতে ‘এলিয়টের কবিতা’ নামে তার কবিতা অনুবাদ করেন।

ক) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
খ) যত গর্জে তত বৃষ্টি হয় না
গ) নাচতে না জানলে উঠান বাঁকা
ঘ) যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয়
Note :

বাকি গুলো হবে - যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠান বাঁকা এবং যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।

ক) পাকা পাকা আম
খ) ছি ছি কী করছে
গ) নরম নরম হাত
ঘ) উড়ু উড়ু মন
Note :

পাকা পাকা বলতে আধিক্য বোঝানো হয়েছে। দ্বিরুক্ত শব্দ বলতে বোঝায় ঐ সকল শব্দ, যা বাক্যের মধ্যে পরপর দু'বার উচ্চারিত হয়েছে।

ক) রত্মা + কর
খ) রত্ন + কর
গ) রত্মা + আকার
ঘ) রত্ম + আকর
Note :

অ/আ কারের সাথে অ/আ কার যোগ হলে আ কার হয়।   যেমনঃ -  রত্ন  +   আকর  =  রত্নাকর,   বিদ্যা  +  আলয়  =  বিদ্যালয় ইত্যাদি।

ক) ধাতু
খ) বিভক্তি
গ) প্রত্যয়
ঘ) কৃৎ
Note :

ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ধাতু তিন প্রকার। যথা: মৌলিক, সাধিত ও সংযতমূলক।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন