রিও ঘোষণা বা বিশ্ব ধরিত্রী সম্মেলন কত দফা ভিত্তিক ?
ক) 25
খ) 26
গ) 27
ঘ) 28
Note : রিও ঘোষণা বা ধরিত্রী সম্মেলন(Earth Summit) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন। এর পূর্ণ নাম United Nations Conference On Environment and Development. এটি অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে ব্রাজিলে। ২৭ দফা ভিত্তিক এই সম্মেলন।
Related Questions
ক) কপ-২৫
খ) কপ-২৬
গ) কপ-২৭
ঘ) কপ-২৮
Note : এটি ২০২১ সালের ১২ নভেম্বর থেকে ২০২২ সালের ১৬ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (COP26) স্বাক্ষরিত হয়েছিল।
ক) সোভনটে আরহেনিয়াস
খ) আর্নেস্ট হেইকেল
গ) ওয়াঙ্গারি মাথাই
ঘ) কোনটি নয়
Note : ১৮৯৬ সালে সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস সর্বপ্রথম গ্রীণ হাউস - টার্মটি ব্যবহার করেন।
ক) নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচী
খ) দারিদ্র্য দূরীকরণ কর্মসূচী
গ) পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচী
ঘ) কোনোটিই নয়
Note : গ্লোবাল জিরো হল পারমাণবিক অস্ত্র নির্মূল করার লক্ষ্যে নিবেদিত 300 জন বিশ্বনেতাদের একটি আন্তর্জাতিক নির্দলীয় দল। উদ্যোগটি, ডিসেম্বর 2008 সালে চালু হয়েছিল । এর লক্ষ্য হল 2030 সালের মধ্যে সমস্ত পারমাণবিক অস্ত্রাগার শূন্যে নামিয়ে আনা ।
ক) Norman Borlaug
খ) Svante Arrhenius
গ) Erwin Schrödinger
ঘ) Ernest Heikel
Note : The word ecology was coined by the German zoologist Ernst Haeckel, who applied the term oekologie to the “relation of the animal both to its organic as well as its inorganic environment.”
ক) জুন মাসের তৃতীয় মঙ্গলবার
খ) আগস্ট মাসের তৃতীয় মঙ্গলবার
গ) সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার
ঘ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
Note : প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে।
জব সলুশন