কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করে?
Related Questions
বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা।
- এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত ।
- এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।
- ১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।
প্রধান টানেল (main tunnel) এর দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। টানেলের ভেতরে দুটি টিউব (tube) বা সুড়ঙ্গ রয়েছে। প্রতিটি টিউবের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। প্রতিটি টিউবে দুটি করে মোট চারটি লেন রয়েছে।
Reporting verb-ft past form 4 Reported speech- এ অতীতের সময় ( The previous day) উল্লেখ থাকায়, Reported speech-f Past perfect tense- হয়েছে।
Indirect speech হতে Direct speech এ পরিবর্তিত হওয়ার নিয়মটি হলো-
Indirect: Subject + told + object + that + past perfect ( Indirect এ told থাকলে direct এ said to হয়)
Direct: Subject + said to + object, "past indefinite/present perfect."
Franchise (বিশেষ অধিকার / অনুমতি) এর synonym হলো Privilege (বিশেষ সুবিধা / অধিকার)।
অন্যদিকে:
Utility – উপযোগিতা / ব্যবহারিকতা।
French – ফরাসি (ভাষা বা জাতি সম্পর্কিত)।
Frankness – খোলামেলা ভাব / অকপটতা।
জব সলুশন