৫ টাকায় ৮ টি কলা ক্রয় করে ৫ টাকায় ৬ টি কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?

ক) 30⅓
খ) 31⅓
গ) 32⅓
ঘ) 33⅓
বিস্তারিত ব্যাখ্যা:

৮টি আমলকির ক্রয়মূল্য ৫ টাকা

∴১টি আমলকির ক্রয়মূল্য ৫/৮ টাকা

আবার,

৬টি আমলকির বিক্রয়মূল্য ৫ টাকা

∴১টি আমলকির বিক্রয়মূল্য ৫/৬ টাকা

লাভ হয়  =  (৫/৬) - (৫/৮)

               = ৫/২৪ টাকা

৫/৮ টাকায় লাভ হয় ৫/২৪ টাকা

∴ ১০০ টাকায় লাভ হয়  =  (৫×৮×১০০)/(২৪×৫) টাকা

            = ১০০/৩ টাকা

           = ৩৩(১/২) %

Related Questions

ক) 100
খ) 200
গ) 300
ঘ) 400
Note :

সুদ ১০০ টাকা ৪ বছরের

তাহলে ১ বছরের সুদ ১০০/৪=২৫টাকা

১ বছরের সুদ ২৫ টাকা হলে

২৫ /১২.৫*১০০=২*১০০=২০০ টাকা উত্তর

ক) ৬৫ মিটার
খ) ৭০ মিটার
গ) ৭৫ মিটার
ঘ) ৮০ মিটার
Note :

ধরি,
লাঠিটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(৪০ক/১০০) + ৪৫ = ক
বা, (৪০ক + ৪৫০০)/১০০ = ক
বা, ১০০ক = ৪০ক + ৪৫০০
বা, ১০০ক - ৪০ক = ৪৫০০
বা, ৬০ক = ৪৫০০
বা, ক = ৪৫০০/৬০
∴ ক = ৭৫

∴ লাঠিটির দৈর্ঘ্য = ৭৫ মিটার

ক) 4
খ) 5
গ) 6
ঘ) 7
Note :

কাফি ১০ দিনে  করতে পারে একটি 1 কাজ 

 সুতরাং ১ দিনে করতে পারে ১/১০ অংশ

খলিল ১৫ দিনে  করতে পারে একটি 1 কাজ

 সুতরাং ১ দিনে করতে পারে ১/১৫ অংশ

 কাফি ও খলিল তারা একত্রে ১ দিনে করতে পারে করতে পারবে = (১/১০+১/১৫)= (৩+২)/৩০= ৫/৩০= ১/৬

কাফি ও খলিল তারা ১/৬ অংশ করতে পারবে  ১ দিনে 

                         সুতরাং ১ অংশ করতে পারবে  ১*৬ দিনে   = ৬ দিনে

ক) 65
খ) 75
গ) 85
ঘ) 95
Note :

ধরি,
একটি দলের সদস্য সংখ্যা 15x
অপর দলের সদস্য সংখ্যা 15y
দলদ্বয়ের সদস্যদের ল.সা.গু = 15xy

প্রশ্নমতে,
15xy = 90
বা, xy = 90/15
বা, xy = 6
বা, xy = 3 × 2 অথবা, (6 × 1)

x = 3 হলে একটি দলের সদস্য সংখ্যা= 15 × 3 = 45, অথবা, x = 2 হলে একটি দলের সদস্য সংখ্যা = 15 × 2 = 30
y = 2 হলে অপর দলের সদস্য সংখ্যা = 15 × 2 = 30, অথবা, y = 3 হলে অপর দলের সদস্য সংখ্যা = 15 × 3 = 45

উভয় দলের সদস্য মোট = 45 + 30 = 75 জন।

ক) ২০ বছর
খ) ২৫ বছর
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর
Note :

লাবিব+রামিম+জিদান=৩x……..১

লাবিব+রামিম+শাফিন=৩(x-5)…….২

বিয়োগ করে(১-২),

জিদান- শাফিন=  ৩x-৩x+১৫

বা, জিদান -২০= ১৫

বা, জিদান = ৩৫

সুতরাং,   জিদানের বয়স ৩৫ বছর।

ক) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
খ) জেনেভা, রাশিয়া, ফ্রান্স
গ) ভিয়েনা, অস্ট্রিয়া, ভেনিজুয়েলা
ঘ) কাতার, দুবাই, বাহরাইন
Note :

২০২৬ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 2026 FIFA World Cup) বা ফিফা বিশ্বকাপ ২৬, আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশের ১৬টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

 

জব সলুশন

সমন্বিত ৬ ব্যাংক - অফিসার (ক্যাশ) (31-01-2026)

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন