অন্যদিকে মন নেই যার' বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?
ক) অনন্যমনা
খ) অন্যপেক্ষ
গ) অগত্যা
ঘ) অনন্যোপায়
Related Questions
ক) দ্বন্দ্ব সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) দিগু সমাস
ঘ) কর্মধারয় সমাস
Note :
'তেপান্তর' দ্বিগু সমাসের উদাহরণ।
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার)।
ক) 1968
খ) 1971
গ) 1972
ঘ) 1973
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বলাই চাঁদ মুখোপাধ্যায়
ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অমিয় চক্রবর্তী
ঘ) বিষ্ণু দে
জব সলুশন