সাউথ কমিশনের চেয়ারম্যান–

ক) জুলিয়াস নায়ারে
খ) সুহার্তো
গ) ক্যাষ্ট্রো
ঘ) রবার্ট মুগাবে
বিস্তারিত ব্যাখ্যা:

- বিশ্বের দক্ষিণের ২৮টি দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় সাধনের জন্য ১৯৮৬ সালে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠক করে, যা ১৯৮৭ সালে ‘সাউথ কমিশন’ নামে সাংগঠনিক রূপ লাভ করে।
- তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস কে নায়ারে এ কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
- বর্তমানে সাউথ কমিশনের পরিবর্তিত রূপ হলো সাইথ সেন্টার, যা আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৫৪টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত।
- এ সংগঠনের বর্তমান চেয়ারপার্সন থাবো মভায়েলা এমবেকি (দ. আফ্রিকা) ও নির্বাহী পরিচালক কার্লোস এম কোরেয়া।

Related Questions

ক) ফ্লোরিডা
খ) পক
গ) জিব্রাল্টার
ঘ) বেরিং
Note :

- বেরিং প্রণালী আমেরিকা থেকে এশিয়ার পৃথক করেছে ।
- এর প্রস্থতা ৪২ কিমি ।
- এটি উত্তর মহাসাগরের চুকচি সাগর ও প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে যুক্ত করেছে।

ক) ডায়েট
খ) পিনাসাস
গ) নেসেট
ঘ) সোরা
Note :

জাপানের পার্লামেন্টের নাম ডায়েট।  ইসরাইলের পার্লামেন্টের নাম নেসেট ।

ক) ভিয়েনা
খ) ওয়াশিংটনে
গ) জেনেভায়
ঘ) ব্রাসেলসে
ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) বরিশাল
ঘ) হাতিয়া
Note :

প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ। এর অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। দক্ষিণ-পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন 'চন্দ্রদ্বীপ' নামের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।

বিভিন্ন জেলার পূর্ব ও বর্তমান নামঃ
» ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর
» চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ
» মুজিবনগর জেলার পূর্ব নাম ===> বৈদ্যনাথতলা
» খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ
» সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ
» যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ
» বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ
» ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ
» ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ
» বরিশাল জেলার পূর্ব নাম ===> ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
» নোয়াখালী জেলার পূর্ব নাম ===> সুধারাম/ভুলুয়া
» কুমিল্লা জেলার পূর্ব নাম ===> ত্রিপুরা
» কুষ্টিয়া জেলার পূর্ব নাম ===> নদীয়া
» ফেনী জেলার পূর্ব নাম ===> শমসের নগর
» কক্সবাজার জেলার পূর্ব নাম ===> ফালকিং
» জামালপুর জেলার পূর্ব নাম ===> সিংহজানী

ক) একটি উপন্যাসের নাম
খ) একটি প্রসাধনী শিল্পের নাম
গ) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
ঘ) একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী
ক) একটি ক্রিড়া শিক্ষা সংস্থার নাম
খ) একটি সংবাদ সংস্থার নাম
গ) একটি কিশোর ফুটবল টিমের নাম
ঘ) একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন