ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
PA=PC , PB=PD
কারণ সমান সমান জ্যাদ্বয় পরস্পর ছেদ করলে ১ টির খন্ডিত অংশ অপরটির খন্ডিত অংশের সমান হয়।
Related Questions
সাদা কাপড় তাপ বিকিরণ করে অথচ রঙ্গীণ কাপড় তাপ শোষণ করে । মূলতঃ তাপ থেকে বাঁচতেই সাদা কাপড় পড়ে।
সুয়েজ খাল মিসরের মূল ভূখণ্ড থেকে দেশটির সিনাই উপদ্বীপকে পৃথক করেছে। আর সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এটির নির্মাণকাল ১৮৫৯ - ১৮৬৯ পর্যন্ত। আর এটি মিসর সরকার ১৯৫৬ সালে জাতীয়করণ করে। মিসর সরকার সুয়েজখালের সমান্তরালে আরো একটি খাল উদ্ধোধন করেছে।
ট্রাফালগার স্কোয়ার (Trafalgar Square) লন্ডনে অবস্থিত। এটি একটি প্রধান জনসমাগমস্থল, যা লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটিতে অবস্থিত। এটি ১৮০৫ সালে ট্রাফালগারের যুদ্ধের স্মরণে নির্মিত হয়েছিল।
অপশন ক) ওয়াশিংটন: ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ।
অপশন খ) প্যারিস: প্যারিস ফ্রান্সের রাজধানী এবং এখানে বিখ্যাত স্থান যেমন আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম থাকলেও ট্রাফালগার স্কোয়ার প্যারিসে অবস্থিত নয়।
অপশন গ) মস্কো: মস্কো রাশিয়ার রাজধানী এবং এখানে রেড স্কোয়ারের মতো বিখ্যাত স্থান থাকলেও ট্রাফালগার স্কোয়ার মস্কোতে অবস্থিত নয়।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে জায়ারে নামকরণ করেন প্রেসিডেন্ট মবুতু। পরবর্তীতে লরা কাবিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে ১৭ মে ১৯৯৭ সালে দেশের আগের নাম কঙ্গো প্রজাতন্ত্র বহাল রাখেন।
বাস্তিল দুর্গ টি ছিল বুরবো রাজবংশের স্বৈরতন্ত্রের প্রতীক। ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিস কুখ্যাত বাস্তিলে বিক্ষোভ হয়। এই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট। এটি ১৯৮১ সালে গঠিত হয়।
জব সলুশন