পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- কবি ও কথাসাহিত্যিক সঞ্জয় ভট্রাচার্য সম্পাদিত মাসিক পত্রিকা 'পূর্বাশা' ।
- পত্রিকাটি ১৯৩২ সালে কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত হয় ।
- অন্যদিকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- দৈনিক নবযুগ (যুগ্ম সম্পাদক), ধূমকেতু, লাঙ্গল ।
- শাহাদাৎ হোসেন ও সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা যথাক্রমে 'এলান' ও পরিচয়' ।
Related Questions
- বাংলাদেশের প্রথম সংবাদপত্র আজাদী । দৈনিক আজাদী বাংলাদেশের চট্টগ্রাম থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র ।
- পূর্ববঙ্গ তথা বাংলাদেশের প্রথম সংবাদপত্র 'রংপুর বার্তাবহ ' যা ১৮৪৭ সালের আগস্ট মাসে সাপ্তাহিক পত্রিকা হিসেবে রংপুর থেকে প্রকাশিত হয় ।
- দৈনিক আজাদী মওলানা মোহাম্মদ আক্রম খাঁর সম্পাদনায় ৩১ অক্টোবর ১৯৩৬ কলকাতা থেকে প্রকাশিত হয় ।
- সমাচার দর্পণ সাপ্তাহিক পত্রিকাটি ১৮১৮ সালে কলকাতার খ্রিস্টান মিশনারি কর্তৃক প্রকাশিত হয় ।
- 'বেঙ্গল গেজেট' জেমস অগাস্টাস কর্তৃক সম্পাদিত প্রথম মুদ্রিত সংবাদপত্র । এটি ১৭৮০ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় ।
”বেগম” পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ।
বেগম বাংলা ভাষায় প্রথম সচিত্র নারী সাপ্তাহিক। সাহিত্য ক্ষেত্রে মেয়েদের এগিয়ে আনার লক্ষ্যে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশিত হয়। পরে ১৯৫০ সালে পত্রিকাটির কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়। পত্রিকাটির আলোচ্য বিষয়গুলোর মধ্যে স্থান পায় নারী জাগরণ, কুসংস্কার বিলোপ, গ্রামগঞ্জের নির্যাতিত নারীদের চিত্র, জন্মনিরোধ, পরিবার পরিকল্পনা, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জীবনবোধ থেকে লেখা চিঠি এবং বিভিন্ন মনীষীর বাণী।
জব সলুশন