দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?

ক) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ) বিয়ে পাগলা বুড়ো
গ) কিঞ্চিত জলযোগ
ঘ) কল্কি অবতার
বিস্তারিত ব্যাখ্যা:

বুড়ো সালিকের ঘাড়ে রোঁ ও একেই কি বলে সভ্যতা - - মাইকেল মধুসূদন দত্তের প্রহসন।

বিয়ে পাগল বুড়ো - - সমাজের প্রাচীনপন্থিদের ব্যঙ্গ করে এবং সধবার একাদেশী, ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে লিখিত দীনবন্ধু মিত্রের দুটি প্রহসন।

Related Questions

ক) বিসর্জন
খ) তাসের দেশ
গ) শ্যামা
ঘ) উপরের সবগুলো
Note :

'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। [ষগীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেকসপিয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার রাজা ও রাণী (১৮৮৯) ও বিসর্জন (১৮৯০)। কাব্যনাট্য পর্বে রবীন্দ্রনাথের আরও দুটি উল্লেখযোগ্য নাটক হল চিত্রাঙ্গদা (১৮৯২) ও মালিনী (১৮৯৬)।

ক) কবর
খ) চিঠি
গ) রক্তাক্ত প্রান্তর
ঘ) মুখরা রমণী বশীকরণ
Note :

মুনীর চৌধরীর অনূদিত নাটক " মুখরা রমণী বশীকরণ "( ১৯৭০)। এ নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের " The Taming of the Shrew " নাটকের অনুবাদ। এছাড়া তার আরও কয়েকটি অনুবাদ গ্রন্থ - " কেউ কিছু বলতে পারে না "( ১৯৬৭) " রুপার কৌটা "( ১৯৬৯) প্রভৃতি।

ক) কবর
খ) বহিপীর
গ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ) ওরা কদম আলী
Note :

কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ ,উজানে মৃত্যু।

ক) রাখালী
খ) মাটির কান্না
গ) বেদের মেয়ে
ঘ) বোবা কাহিনী
Note :

জসীমউদ্দিনের নাটক ' বেদের মেয়ে '। তার আরো কয়েকটি নাটক : পদ্মাপাড়, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া। অন্যদিকে ' রাখালী ' ও ' মাটির কান্না ' হলো তার কাব্য। 'বোবাকাহিনী' তার উপন্যাস।

ক) ভদ্রার্জুন
খ) নীলদপর্ণ
গ) শর্মিষ্ঠা
ঘ) কবর
Note :

তারাচরণ শিকদার একজন বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার। তিনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন (১৮৫২) এর রচয়িতা। প্রকৃতপক্ষে এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম নাটক। তবে শর্মিষ্ঠা - কে (১৮৫৯) প্রথম সার্থক ও আধুনিক নাটক হিসেবে আখ্যায়িত করা হয়, যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত।

ক) নীলকরদের অত্যাচার
খ) ভাষা আন্দোলন
গ) অসহযোগ আন্দোলন
ঘ) তে-ভাগা আন্দোলন
Note :

দীনবন্ধু মিত্র রচিত 'নীলদর্পণ' (১৮৬০) ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। নাটকটির ঘটনা, রচনা, মুদ্রণ, প্রকাশ ও প্রথম মঞ্চায়ন সব কিছুই বাংলাদেশে বলে, একে 'বাংলাদেশের নাটক' বলা হয়। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। 

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন