কোন চরণটি সঠিক ?

ক) ধনধান্য পুষ্প ভরা
খ) ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ) ধন্যে ধান্যে পুষ্পে ভরা
ঘ) ধন্যে ধান্য পুষ্পে ভরা
বিস্তারিত ব্যাখ্যা:

উল্লিখিত চরণটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ' ধনধান্য পুষ্পভরা ' গানের অংশ। তার রচিত উল্লেখযোগ্য নাটক হলো - প্রতাপসিংহ (১৯০৫) , দুর্গাদাস (১৯০৬), মেবারপতন (১৩১৫) ,নূরজাহান (১৯০৮) ,সাজাহান (১৯০৯) ,চন্দ্রগুপ্ত (১৯১১) , সিংহল বিজয় (১৯১৬) ।

Related Questions

ক) নাটক, দীনবন্ধু মিত্র
খ) কাব্য গ্রন্থ, গিরিশচন্দ্র ঘোষ
গ) উপন্যাস, কালীপ্রসন্ন সিংহ
ঘ) রূপকথার সম্ভার
Note :

'লীলাবতী' গ্রন্থটি সংক্রান্ত নিম্নােক্ত তথ্যটি সঠিক - নাটক, দীনবন্ধু মিত্র।

লীলাবতী একটি সামাজিক নাটক। এর কাহিনীজাল অত্যন্ত জটিল। কলকাতার সম্পন্ন গৃহস্থ হরিবিলাস চট্টোপাধ্যায় ও তার সন্তানদের দ্বন্দ্ব জটিল জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই কাহিনী।

ললিত ও লীলাবতীর প্রণয় কথাই নাটকের মূল উপজীব্য। তবে সাধারণ নাগরিক জীবনের এমন রোম্যান্টিক উপস্থাপনায় নাটকের বাস্তবতা আদৌ রক্ষিত হয়নি।

যদিও এই নাটকে বিষয়বস্তুর রহস্যঘনতা আছে, সংঘাত ও আকস্মিকতা আছে, এমনকি শেষের দিকে যথেষ্ট গতিও সঞ্চারিত হয়েছে। কিন্তু আদিরসভিত্তিক কাহিনী ও রসসৃষ্টির ব্যর্থতাই শেষ পর্যন্ত কাহিনীকে স্বার্থকতাদান থেকে বঞ্চিত করেছে।

ক) মাইকেল মধুসূদন দত্ত
খ) গিরীশচন্দ্র সেন
গ) দীনবন্ধু মিত্র
ঘ) তারাচরণ শিকদার
ক) আবদুল্লাহ আল মামুন
খ) আলাউদ্দীন আলা আজাদ
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) দীনবন্ধু মিত্র
ক) ভ্রান্তিবিলাস
খ) রত্নাবলী
গ) শর্মিষ্ঠা
ঘ) নীলদর্পণ
Note :

বাংলাদেশে রচিত, বাংলাদেশে মুদ্রায়ন, বাংলাদেশে মঞ্চায়ন, বাংলাদেশের নাটক খ্যাত দীনবন্ধু মিত্রের "নীল দর্পণ "নাটকটিকে ইংরেজি সাহিত্যের "Uncle Tom's Cabin "এর সাথে তুলনা করা হয়।

ক) বিয়ে পাগলা বুড়ো
খ) নবীন তপস্বিনী
গ) কমলে কামিনী
ঘ) সবগুলো
Note :

দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার।

দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক।

দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। এই নাটকে তার সমসাময়িক মধুসূদনের প্রভাব বহুলাংশে চোখে পড়ে। যদিও এই নাটকের নাট্যবস্তু নেহাতই মামুলি – কতকটা রূপকথার তুল্য।

দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোম্যান্টিক নাটক কমলে - কামিনী তার জীবনের শেষ নাট্যকীর্তিও বটে। এই নাটক রচনার অব্যবহিত পূর্বে কর্মসূত্রে দীনবন্ধু কাছাড় - মণিপুর অঞ্চলে কিছুদিন অতিবাহিত করেন। সেই অঞ্চলের পটভূমিকায় এক কাল্পনিক কাহিনির আধারে কমলে - কামিনী রচিত।

বিয়ে পাগলা বুড়ো ১৮৬৬  খ্রীস্টাব্দে প্রকাশিত একটি প্রহসন।

ক) দীনবন্ধু মিত্র
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) উমেশচন্দ্র মিত্র
ঘ) মীর মশাররফ হোসেন
Note :

'বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন - - মীর মশাররফ হোসেন।

বসন্তকুমারী নাটক ফেব্রুয়ারি, ১৮৭৩ সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আবদুল লতিফকে উৎসর্গ করেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন