নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ?
দীনবন্ধু মিত্র ঊনবিংশ শতাব্দীর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ রূপকার।
দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ বাংলা সাহিত্যের একটি বিশেষ পরিচিত নাটক।
দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী। এই নাটকে তার সমসাময়িক মধুসূদনের প্রভাব বহুলাংশে চোখে পড়ে। যদিও এই নাটকের নাট্যবস্তু নেহাতই মামুলি – কতকটা রূপকথার তুল্য।
দীনবন্ধু মিত্রের দ্বিতীয় রোম্যান্টিক নাটক কমলে - কামিনী তার জীবনের শেষ নাট্যকীর্তিও বটে। এই নাটক রচনার অব্যবহিত পূর্বে কর্মসূত্রে দীনবন্ধু কাছাড় - মণিপুর অঞ্চলে কিছুদিন অতিবাহিত করেন। সেই অঞ্চলের পটভূমিকায় এক কাল্পনিক কাহিনির আধারে কমলে - কামিনী রচিত।
বিয়ে পাগলা বুড়ো ১৮৬৬ খ্রীস্টাব্দে প্রকাশিত একটি প্রহসন।
Related Questions
'বসন্তকুমারী' নাটকের নাট্যকার হলেন - - মীর মশাররফ হোসেন।
বসন্তকুমারী নাটক ফেব্রুয়ারি, ১৮৭৩ সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি তিনি নওয়াব আবদুল লতিফকে উৎসর্গ করেন।
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ ও একেই কি বলে সভ্যতা - - মাইকেল মধুসূদন দত্তের প্রহসন।
বিয়ে পাগল বুড়ো - - সমাজের প্রাচীনপন্থিদের ব্যঙ্গ করে এবং সধবার একাদেশী, ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে লিখিত দীনবন্ধু মিত্রের দুটি প্রহসন।
'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। [ষগীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেকসপিয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার রাজা ও রাণী (১৮৮৯) ও বিসর্জন (১৮৯০)। কাব্যনাট্য পর্বে রবীন্দ্রনাথের আরও দুটি উল্লেখযোগ্য নাটক হল চিত্রাঙ্গদা (১৮৯২) ও মালিনী (১৮৯৬)।
মুনীর চৌধরীর অনূদিত নাটক " মুখরা রমণী বশীকরণ "( ১৯৭০)। এ নাটকটি উইলিয়াম শেক্সপিয়ারের " The Taming of the Shrew " নাটকের অনুবাদ। এছাড়া তার আরও কয়েকটি অনুবাদ গ্রন্থ - " কেউ কিছু বলতে পারে না "( ১৯৬৭) " রুপার কৌটা "( ১৯৬৯) প্রভৃতি।
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক বহিপীর, তরঙ্গভঙ্গ ,সুড়ঙ্গ ,উজানে মৃত্যু।
জসীমউদ্দিনের নাটক ' বেদের মেয়ে '। তার আরো কয়েকটি নাটক : পদ্মাপাড়, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মায়া। অন্যদিকে ' রাখালী ' ও ' মাটির কান্না ' হলো তার কাব্য। 'বোবাকাহিনী' তার উপন্যাস।
জব সলুশন