দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা কে ?

ক) মুনীর চৌধুরী
খ) শওকত ওসমান
গ) আবু ইসহাক
ঘ) এনামুল হক
বিস্তারিত ব্যাখ্যা:

নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক - দণ্ডকারণ্য, রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর। তাঁর রচিত অনুবাদ নাটক - কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য নাটক - আমলার মামলা, তস্কর ও লস্কর, কাকর মণি।

Related Questions

ক) ঐতিহাসিক নাটক
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) কবিতা গ্রন্থ
Note :

রক্তাক্ত প্রান্তর ইতিহাস আশ্রিত নাটক
১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত হয় 'রক্তাক্ত প্রান্তর' নাটকের পটভূমি

ক) গল্প
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) অনুবাদ নাটক
Note :

মুনীর চৌধুরী রচিত 'মুখরা রমণী বশীকরণ' একটি - - অনুবাদ নাটক।

ব্রিটিশ নাট্যকার শেক্সপিয়রের 'The Taming of The Shrew' এর আদলে মুনীর চৌধুরী রচনা করেন তার অনুবাদ নাটক 'মুখরা রমণী বশীকরণ'। তার আরও দুটি অনুবাদ নাটক হলো 'কেউ কিছু বলতে পারে না' ও 'রূপার কৌটা'। 

ক) ড. মু শহীদুল্লাহ
খ) মুনীর চৌধুরী
গ) আবদুল হাই
ঘ) হুমায়ন আজাদ
Note :

শিক্ষাবিদ, নাট্যকার ও সাহিত্য - সমালোচক শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী (১৯২৫ - ১৯৭১)। পুরো নাম আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে।

ক) জহির রায়হান
খ) নিজাম উদ্দিন
গ) অধ্যাপক গিয়াস উদ্দীন
ঘ) মুনীর চৌধুরী
Note :

১৪ ডিসেম্বর , ১৯৭১ সালে মাত্র ৪৬ বছর বয়সে স্বধীনতাবিরোধী আলবদর বাহিনী মুনীর

চৌধুরীকে ধরে নিয়ে যায় এবং তারপর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
খ) ঊনপঞ্চাশের মন্বন্তর
গ) বায়ান্নর ভাষা আন্দোলন
ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
Note :

বিশিষ্ট নাট্যকার নূরুল মোমেন (১৯০৬ - ১৯৮৯ ) তার কর্মজীবনে সমাজের সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য - চরিত্র অংকন করে তিনি খ্যাতি অর্জন করেন। 'নেমেসিস' (১৯৪৮), 'রুপান্ত' (১৯৪৭), 'আলোছায়া' (১৯৬২) ইত্যাদি তার এরুপ কিছু নাটক। 'নেমেসিস' নাটকে তিনি ঊনপঞ্চাশের মন্বন্তরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

ক) আয়না
খ) হিংটিং ছট
গ) নরসুন্দর
ঘ) খ + গ

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন