'কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে?
নাট্যকার সেলিম আল দীনের ব্যতিক্রমী নাটক 'কীত্তনখোলা'। গ্রামীণ মেলা কে কেন্দ্র করে নাটকটি রচিত। মেলার পরিবেশ রঙ্গ রস, আনন্দ - উল্লাস, কোলাহল, চিৎকার, যাত্রা, প্রাকৃতিক ঔষধের ক্যানভাস, ক্রেতা বিক্রেতাদের আচার - আচরণ ইত্যাদি নাটকে রূপায়িত হয়েছে।
Related Questions
সেলিম আল দীন নাটক রচনায় আঙ্গিক রূপায়ণে ও বিষয় নির্বাচনের নতুনত্বের পথিকৃৎ। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে: জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, চাকা, যৈবতী কন্যার মন, হরগজ ইত্যাদি।
বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন নাট্যকার সেলিম আল দীন। তিনি বাংলা নাটকের বিষয়বস্তু নির্বাচনেও স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। তার রচিত কয়েকটি নাটক : চাকা, ঘুম নেই, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি, কেরামতমঙ্গল, কীত্তনখোলা, হাতহদাই, হরগজ।
সেলিম আল দীন (১৯৪৮ - ২০০৮) একজন নাট্যাচার্য। তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ - এর প্রবর্তক।
”জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা সেলিম আল দীন।
সেলিম আল দীন নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক, জণ্ডিস ও বিবিধ বেলুন, প্রাচ্য, কিত্তনখোলা, হাত হদাই, চাকা ইত্যাদি নাটকের রচয়িতা বাংলা নাটকের শিকর সন্ধানী নাট্যকার সেলিম আল দীন।
নাট্যকার সেলিম আল দীন রচিত কতিপয় নাটক হলো উওন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, শকুন্তলা, কীত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, হাতহদাই, নিমজ্জন, ধাবমান, বন পাংশুল, স্বর্ণ বোয়াল, পুত্র, স্বপ্ন রজনীগণ, ঊষা উৎসব প্রভৃতি।
বাংলা নাট্য সাহিত্যের অন্যতম রূপকার সেলিম আল দীন রচিত "চাকা"(১৯৯১) একটি কথা নাট্য। তার 'চাকা' নাটক থেকে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মিত হয়।
জব সলুশন