বাংলাদেশে 'গ্রাম থিয়েটারে'র প্রবর্তক কে ?

ক) মমতাজ উদদীন আহমেদ
খ) আব্দুল্লাহ আল মামুন
গ) সেলিম আল দীন
ঘ) রামেন্দু মজুমদার
বিস্তারিত ব্যাখ্যা:

সেলিম আল দীন (১৯৪৮ - ২০০৮) একজন নাট্যাচার্য। তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ - এর প্রবর্তক।

Related Questions

ক) মামুনুর রশীদ
খ) হুমায়ুন আহমেদ
গ) আবুল হায়াত
ঘ) সেলিম আল দীন
Note :

”জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা সেলিম আল দীন।

সেলিম আল দীন নাটকের আঙ্গিক ও ভাষার উপর গবেষণা করেছেন। বাংলা নাটকের শিকড় সন্ধানী এ নাট্যকার ঐতিহ্যবাহী বাংলা নাট্যের বিষয় ও আঙ্গিক নিজ নাট্যে প্রয়োগের মাধ্যমে বাংলা নাটকের আপন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক, জণ্ডিস ও বিবিধ বেলুন, প্রাচ্য, কিত্তনখোলা, হাত হদাই, চাকা ইত্যাদি নাটকের রচয়িতা বাংলা নাটকের শিকর সন্ধানী নাট্যকার সেলিম আল দীন।

ক) খোলা দুয়ার
খ) এখানে এখন
গ) এখনও ক্রীতদাস
ঘ) বন পাংশুল
Note :

নাট্যকার সেলিম আল দীন রচিত কতিপয় নাটক হলো উওন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, শকুন্তলা, কীত্তনখোলা, কেরামত মঙ্গল, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, প্রাচ্য, হাতহদাই, নিমজ্জন, ধাবমান, বন পাংশুল, স্বর্ণ বোয়াল, পুত্র, স্বপ্ন রজনীগণ, ঊষা উৎসব প্রভৃতি।

ক) উপন্যাস
খ) কবিতা
গ) ছোটগল্প
ঘ) কথানাট্য
Note :

বাংলা নাট্য সাহিত্যের অন্যতম রূপকার সেলিম আল দীন রচিত "চাকা"(১৯৯১) একটি কথা নাট্য। তার 'চাকা' নাটক থেকে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মিত হয়।

ক) নিমজ্জন
খ) হরগজ
গ) প্রাচ্য
ঘ) ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ
Note :

নাট্যাচার্য সেলিম আল দীন রচিত গীতিনৃত্যনাট্য 'ঊষা উৎসব ও স্বপ্ন রমনীগণ (২০০৭)।
তার রচিত অন্যান্য নাটকগুলো হল:
- হরগজ,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- বিপরীত তমসায়,
- ঘুম নেই,
- মুনতাসির,
- চাকা,হাতহদাই,
- ধাবমান,
- সর্প বিষয়ক গল্প,
- জুলান,
- বাসন ইত্যাদি ।

ক) মুনীর চৌধুরী
খ) শওকত ওসমান
গ) আবু ইসহাক
ঘ) এনামুল হক
Note :

নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক - দণ্ডকারণ্য, রক্তাক্ত প্রান্তর, চিঠি, কবর। তাঁর রচিত অনুবাদ নাটক - কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ। শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য নাটক - আমলার মামলা, তস্কর ও লস্কর, কাকর মণি।

ক) ঐতিহাসিক নাটক
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) কবিতা গ্রন্থ
Note :

রক্তাক্ত প্রান্তর ইতিহাস আশ্রিত নাটক
১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত হয় 'রক্তাক্ত প্রান্তর' নাটকের পটভূমি

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন