He fell -- his bike.

ক) upon
খ) from
গ) of
ঘ) off

Related Questions

ক) to repeat
খ) to start
গ) to get rid of
ঘ) to drive off
Note :

To do away with অর্থ কোনো কিছু বন্ধ করা , ত্যাগ করা, ধ্বংস করা। Option গুলোর মধ্যে to repeat - পুনরাবৃত্তি করা; to start - শুরু করা , to get rid of - মুক্ত করা বা হওয়া, ত্যাগ করা, ধ্বংস করা এবং to drive off - তাড়িয়ে দেওয়া, শুরু করা (গল্ফ খেলা) । সুতরাং to do away with - এর meaning হচ্ছে to get rid of ।

ক) Of
খ) By
গ) For
ঘ) From
Note :

Die of অর্থ - কোনো রোগে মরা। যেমন—He died of cancer. Die from অর্থ - কোনো কারণে মরা। যেমন—He died from overeating. Die by অর্থ - আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মরা, যেমন—He died by suicide/accident. Die for অর্থ আত্মত্যাগ করা, যেমন—He died for the country । সুতরাং সঠিক উত্তর (খ)।

ক) আনন্দ বেদনার কাব্য
খ) নদী ও মানুষের কবিতা
গ) দিবারাত্রির কাব্য
ঘ) পুই ডালিমের কাব্য
Note :

হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস - আনন্দ বেদনার কাব্য। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালের মে মাসে। উপন্যাসটি বাংলা ভাষায় রচিত এবং বইটি ৬৩ পেজের।

ক) জহির রায়হান
খ) আলমগীর কবির
গ) হুমায়ুন আহমেদ
ঘ) হুমায়ুন আজাদ
Note :

বর্তমান আমলের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর "অপরাহ্নের গল্প" থেকে 'রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন' লাইনটুকু নেয়া হয়েছে।

ক) সৈয়দ শামসুল হক
খ) মমতাজ উদ্দিন আহমদ
গ) সেলিম আল দীন
ঘ) আবদুল্লাহ আল মামুন
Note :

'হাত - হদাই' নাটকের নাট্যকার - সেলিম আল দীন

সেলিম আল দীন - এর হাত হদাই বাংলা নাট্যধারায় প্রবর্তিত কথানাট্যের ধারাকে সমৃদ্ধ করেছে। রূপকথার সার আরব্য রজনীর কাহিনী, সিন্দবাদের দুরন্ত ভ্রমণগাথা, পাশ্চাত্যের ওডিসি ও ঈনিড ভাবরস পানে মুগ্ধ সেলিম আল দীন হাত হদাই নাটক রচনা করেছেন। বঙ্গভূমির সমুদ্র উপকূলীয় অঞ্চলের মানুষের মৌখিক শব্দ 'হাত হদাই'; এর আক্ষরিক অর্থ - সাত সওদা ।

ক) সৈয়দ শামসুল হক
খ) মামুনুর রশীদ
গ) হুমায়ুন আহমেদ
ঘ) সেলিম আল দীন
Note :

'নাট্যাচার্য' হিসাবে খ্যাতি অর্জন করেছেন নাট্যকার সেলিম আল - দীন । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রারম্ভকালীন অধ্যাপক ও গ্রাম থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত নাট্যগ্রন্থগুলোর মধ্যে সর্পবিষয়ক গল্প ও অন্যান্য (১৯৭৩) ; বাসন (১৯৮২); কেরামতমঙ্গল (১৯৮৫); চাকা (১৯৯০); যৈবতী কন্যার মন (১৯৯২), বনপাংশু (১৯৯১); হরগজ (১৯৯২) ; একটি মারমা রুপকথা (১৯৯৫) ; হাতহদাই (১৯৯৭) ইত্যাদি অন্যতম।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন