বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত?
-বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি উদ্যান- কাশিমপুর, গাজীপুর।
-মুসলিম বীর পালোয়ান গাজীর নামানুসারে গাজীপুর-নামকরণ হয়।
- বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি- গাজীপুরে।
-বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়- গাজীপুরে।
-সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট- ১০ টাকার নোট।
- বাংলাদেশে প্রথম নোট চালু হয়- ৪ মার্চ, ১৯৭২ সালে। ভাওয়ালের গড়- গাজীপুরে।
-এখানে গজারি বৃক্ষ পাওয়া যায়।
-বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা- গাজীপুরে অবস্থিত।
-বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি উদ্যান- কাশিমপুর, গাজীপুর।
- কিশোর অপরাধ কেন্দ্র টঙ্গী, গাজীপুর।
-দেশের প্রথম নারী কারাগার- গাজীপুরে (স্থাপিত ১৯৮২ সালে)।
-ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)
- গাজীপুর আনসার একাডেমী সফিপুর, গাজীপুর।
-তেলবীজ গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর।
-উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর।
-জাতীয় বিশ্ববিদ্যালয় সদর দপ্তর- গাজীপুরে।
-মধুপুরের বনভূমিকে পত্রঝরা বন বলা হয়। মধুপুরের বনভূমি- শাল বৃক্ষের জন্য বিখ্যাত ।
-সম্প্রতি বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক “বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে কালিয়াকৈরে
-তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়- গাজীপুরের তুরাগ নদীর তীরে।
-বিখ্যাত ব্যক্তিত্ব: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
Related Questions
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ তিন খাতে ভাগ করা হয় - কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত। বিগত কয়েকটি অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায় যে, ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান ১৬.০০ শতাংশ থেকে ক্রমশ হ্রাস পেয়ে ( ২০১৭ - ১৮ অর্থবছরে তা দাঁড়িয়েছে ১৪.২৩ শতাংশে (অর্থবছর ২০১৭ - ১৮ : চূড়ান্ত হিসাব।) সুতরাং বলা যায়, দেশের জিডিপিতে কৃষিখাতে অবদান ক্রমহ্রাসমান। তবে জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান । তবে জিডিপিতে অপর দুটি বৃহৎ খাত সেবা ও শিল্পের অবদান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
Put something by - কোনো কিছুর সঞ্চয় করা, জমিয়ে রাখা।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে off সঠিক উত্তর।
call off - প্রত্যাহার করা।
বাক্যের অর্থের সাথে call off সঠিক উত্তর।
Put something by - কোনো কিছুর সঞ্চয় করা, জমিয়ে রাখা।
শূন্য স্থানে put something by যোগে বাক্যটির বাংলা অর্থ - দুর্দিনের জন্য আমাদের কিছু জমিয়ে রাখা উচিত।
জব সলুশন