আযান’ কবিতাটি কার রচনা?
Related Questions
মাত্র ১৩ বছর বয়সে "বিরহ - বিলাপ" কাব্যগ্রন্থটি লেখেন। এটি ১৮৭০ সালে প্রকাশিত হয়।
তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো - কুসুম কানন, শিব মন্দির, অমিয়ধারা, প্রমের ফুল ইত্যাদি।
মহাকাব্যের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ - চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, কবিতাবলী, আশা কানন, ছায়াময়ী, দশমবিদ্যা, চিত্তবিকাশ ইত্যাদি।
» কায়কোবাদের " মহাশ্মশান" মহাকাব্য ১৯০৫সালে প্রথম প্রকাশিত হয়।সমগ্র কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত। কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর ' পত্রিকায় প্রকাশিত হয় ।পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কাব্যটি রচিত ।
» ছাত্রজীবন থেকেই নবীনচন্দ্র কবিতা রচনা শুরু করেন। প্যারীচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেটে তাঁর কবিতা প্রকাশিত হতো। ১৮৭৫ সালে তাঁর পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন।
» মাইকেল মধুসূদন দত্তের পর বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য রচয়িতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার শ্রেষ্ঠ রচনা - বৃত্রসংহার যা মহাভারতের কাহিনী অবলম্বন করে রচিত এবং দুইখন্ডের প্রথমটি ১৮৭৫ ও দ্বিতীয়টি ১৮৭৭ সালে প্রকাশিত।
» বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকাব্যের ধারায় অন্যতম প্রধান কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘ভোরের পাখি’ বলে
বাংলা গীতিকবিতার জনক বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে।
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক।
প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
জব সলুশন