বাংলা লেখ্য ভাষার রূপ কয়টি?

ক) তিনটি
খ) দুইটি
গ) চারটি
ঘ) সাতটি
বিস্তারিত ব্যাখ্যা:

নতুন ব্যাকরন অনযায়ী তিনটি -সাধু, চলিত, কাব্য

Related Questions

ক) কথ্য ভাষা
খ) আদর্শ রীতি
গ) আদর্শ কথ্য রীতি
ঘ) আদর্শ ভাষা রীতি
ক) নদীয়া
খ) পুরুলিয়া
গ) ত্রিপুরা
ঘ) বরিশাল
Note :

-বাংলা ভাষার উপভাষাকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। 

 

-১. রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ)। 

-২. ঝাড়খন্ডি (দক্ষিণ পশ্চিমবঙ্গ, সিংভূম, মানভূম, পুরুলিয়া অঞ্চল)। 

-৩. বরেন্দ্রি (উত্তর বঙ্গ)। ৪. বঙ্গালি (পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল)। 

-৫. কামরুপি (উত্তর পূর্ববঙ্গ, কোচবিহার, কাছাড়া)।

ক) বাঙ্গালি
খ) বরেন্দ্রি
গ) পূর্বি
ঘ) কামরূপি
ক) পশ্চিমা
খ) বরেন্দ্রি
গ) পূর্বি
ঘ) রাঢ়ি
Note :

রাঢ়ী (নদিয়া, হুগলি, বর্ধমান জেলা সহ দক্ষিণবঙ্গ), বরেন্দ্রী (মালদহ, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, রাজশাহী সহ উত্তর - পশ্চিম বাংলা), ঝাড়খণ্ডী (বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ ঝাড়খন্ডের কিছু অংশ ), মেদিনীপুরী বাংলা ভাষা (পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা),

ক) ৫টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ২টি
Note :

ভাষাবিদ সুকুমার সেন বাংলাভাষাকে ৫ ভাগে বিভাক্ত করে। 

১। রাঢী 

২। বাঙালি

৩। বরেন্দ্রী

৪। ঝাড়খণ্ডি

৫। রাজবংশী 

ভাষার এই আঞ্চলিক বৈচিত্রকে বলা হয় উপভাষা 

ক) দোভাষা
খ) গ্রাম্য ভাষা
গ) স্থানীয় ভাষা
ঘ) উপভাষা

জব সলুশন

৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (30-01-2026)

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন