আলালী বা হুতোমী ভাষা বলা হয় কোন ভাষাকে?

ক) সাধু
খ) চলিত
গ) ইংরেজি
ঘ) সংস্কৃত

Related Questions

ক) তিনটি
খ) দুইটি
গ) চারটি
ঘ) সাতটি
Note :

নতুন ব্যাকরন অনযায়ী তিনটি -সাধু, চলিত, কাব্য

ক) কথ্য ভাষা
খ) আদর্শ রীতি
গ) আদর্শ কথ্য রীতি
ঘ) আদর্শ ভাষা রীতি
ক) নদীয়া
খ) পুরুলিয়া
গ) ত্রিপুরা
ঘ) বরিশাল
Note :

-বাংলা ভাষার উপভাষাকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়। 

 

-১. রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ)। 

-২. ঝাড়খন্ডি (দক্ষিণ পশ্চিমবঙ্গ, সিংভূম, মানভূম, পুরুলিয়া অঞ্চল)। 

-৩. বরেন্দ্রি (উত্তর বঙ্গ)। ৪. বঙ্গালি (পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল)। 

-৫. কামরুপি (উত্তর পূর্ববঙ্গ, কোচবিহার, কাছাড়া)।

ক) বাঙ্গালি
খ) বরেন্দ্রি
গ) পূর্বি
ঘ) কামরূপি
ক) পশ্চিমা
খ) বরেন্দ্রি
গ) পূর্বি
ঘ) রাঢ়ি
Note :

রাঢ়ী (নদিয়া, হুগলি, বর্ধমান জেলা সহ দক্ষিণবঙ্গ), বরেন্দ্রী (মালদহ, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, রাজশাহী সহ উত্তর - পশ্চিম বাংলা), ঝাড়খণ্ডী (বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ ঝাড়খন্ডের কিছু অংশ ), মেদিনীপুরী বাংলা ভাষা (পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা),

ক) ৫টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ২টি
Note :

ভাষাবিদ সুকুমার সেন বাংলাভাষাকে ৫ ভাগে বিভাক্ত করে। 

১। রাঢী 

২। বাঙালি

৩। বরেন্দ্রী

৪। ঝাড়খণ্ডি

৫। রাজবংশী 

ভাষার এই আঞ্চলিক বৈচিত্রকে বলা হয় উপভাষা 

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন