কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?

ক) সেন যুগ
খ) পাঠান যুগ
গ) পাল যুগ
ঘ) মোগল যুগ
বিস্তারিত ব্যাখ্যা:

উত্তরটি "পাঠান আমলে" সঠিক কারণ। এটি সেই শাসনামল যেখানে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি এবং অক্ষরের গঠন গম্ভীরভাবে শুরু হয়েছিল। পাঠানরা ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার করার সময় বাংলা সাহিত্য এবং ভাষা বিকাশে বিশেষ ভূমিকা পালন করে। তাদের শাসনের সময় বাংলা লিপি একটি নির্দিষ্ট গঠন নেয়, যা পরবর্তীতে বাংলা ভাষার আদর্শ রূপে পরিচিতি পায়।

Related Questions

ক) পাঠান যুগ
খ) সেন যুগ
গ) পাল যুগ
ঘ) মোগল যুগ
Note :

বাংলা লিপির গঠন কাজ শুরু হয়েছিল সেন যুগে এবং স্থায়ীরূপ লাভ করে পাঠান যুগে। পঞ্চানন কর্মকার ও চালর্স উইলকিন্স এর কল্যানে বাংলা লিপির উদ্ভব হয়েছিল এবং প্রথম স্যার ন্যাথালিয়েন ব্রাসি হেলহেড এর "আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ" ব্যাকরণ প্রকাশের মধ্য দিয়ে বাংলা মুদ্রণ শিল্পের যাত্রা আরম্ভ হয়।

ক) হিন্দি
খ) মারাঠি
গ) গুজরাট
ঘ) খরোষ্ঠী
ক) সংস্কৃত লিপি
খ) চীনা লিপি
গ) আরবি লিপি
ঘ) ব্রাহ্মী লিপি
ক) ব্রাহ্মী
খ) কুটিল
গ) খরোষ্ঠী
ঘ) নাগরী
Note :

‘ব্রাহ্মী লিপি’ হতে বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়। ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি। সিংহলী, ব্রক্ষ্মী, শ্যামী, যবদ্বীপী, নাগরি ও তিব্বতি লিপিরও উৎস ব্রাহ্মী লিপি। সেন আমলে মূলত বাংলা লিপির গঠন কারয শুরু হয় এবং তা পাঠান আমলে স্থায়ী রুপ লাভ করে।

ক) ব্যাখ্যা
খ) পর
গ) পড়া
ঘ) লেখা
ক) প্রভু যিশুর বাণী
খ) ফুলমণি ও করুণার বিবরণ
গ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
ঘ) মিশনারি জীবন
Note :

কৃপার শাস্ত্রের অর্থ ভেদ  বাংলা ভাষার আদি গদ্য গ্রন্থসমূহের মধ্যে একটি। এই গ্রন্থের লেখক পাদ্রি মানোএল দা আস্‌সুম্পসাঁউ (পর্তুগিজ: Manoel da Assumpçam মানোয়েল্‌ দা আসুঁসাঁউ)। গ্রন্থটির নাম বাংলা অক্ষরে কখনো 'কৃপার' স্থলে 'ক্রেপার' লেখা হয়েছে। অধিকন্তু প্রায়শ: 'অর্থ ভেদ' দুই শব্দের পরিবর্তে 'অর্থভেদ' এক শব্দ ব্যবহৃত হয়। এটি বাংলা আদি গদ্যের নমুনা হলেও গ্রন্থটি রোমান হরফে মুদ্রিত হয়।

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন