কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?

ক) আধুনিক বাংলা ব্যাকরণ
খ) A Grammer of the Bengali Language
গ) সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
ঘ) ব্যাকরণ মঞ্জরী
বিস্তারিত ব্যাখ্যা:

বাংলা সাহিত্যর কিছু প্রথমঃ
- বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থঃ A Grammar of the Bengali Language (নাথানিয়েল ব্রাসি হ্যালহেড)
- প্রথম প্রণয়োপাখ্যান/রোমান্টিক কাব্য : ইউসুফ-জোলেখা (শাহ মুহম্মদ সগীর)
- রোমান্টিক উপন্যাস : কপালকুণ্ডলা (১৮৬৬) (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- প্রথম বাংলা অনুবাদক : মহাভারত (কবিন্দ্র পরমেশ্বর)
- বাংলা ভাষায় প্রথম নাটক : ভদ্রার্জুন (তারাচরণ শিকদার)
- প্রথম প্রবন্ধ গ্রন্থ : বেদান্ত (রাজা রামমোহন রায়)
- প্রথম উপন্যাস : আলালের ঘরের দুলাল (১৮৫৭) (প্যারীচাঁদ মিত্র)
- প্রথম গীতিকাব্য : সন্দর্শন (বিহারীলাল চক্রবর্তী)

Related Questions

ক) চট্টগ্রাম
খ) গনোয়াখালী
গ) গাজীপুর
ঘ) সিলেট
Note :

বাংলা ভাষার প্রথম ব্যাকরণের রচনাস্থল হিসেবে গাজীপুর সঠিক উত্তর। বাংলা ভাষার ব্যাকরণকে রচিত করার ক্ষেত্রে গাজীপুর একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে বাংলার ভাষাগত ও সাহিত্যিক গবেষণা শুরু হয়, যা পরবর্তীকালে বাংলা ভাষার উন্নয়নে সহায়ক হয়।

ক) রোমান
খ) পর্তুগিজ
গ) ল্যাটিন
ঘ) তাম্র
ক) ইংরেজি
খ) সংস্কৃত
গ) ফরাসি
ঘ) পর্তুগিজ
Note :

পর্তুগিজ পাদ্রী ম্যানোয়েল দ্য অ্যাসসুম্পসাও কর্তৃক পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ‘Vacabulario Em Idioma Bengalla' ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত হয়।

ক) ম্যানোএল দ্য আসসুম্সাঁও
খ) রাজা রামমোহন রায়
গ) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
Note :

ভারতীয় উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের লক্ষ্যে গাজীপুরের ভাওয়ালগড়ে অবস্থানকালে পতুর্গিজ ক্যাথলিক পাদ্রী মনোএল দ্য আসসুম্পসাঁউ রোমান হরফে পর্তুগিজ ভাষায় ‘Vocabulario Em Idioma Bengalla, E Portuguez. -Dividido Em Duas Partes' গ্রন্থটি রচনা করেন, যা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে বিবেচিত।
-এটি ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়। গ্রন্থটি মূলত একটি অভিধান।

 


-বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্থে তিনি পর্তুগিজ ভাষায় রোমান হরফে ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ' (১৭৪৩) রচনা করেন, যা বাংলা কথ্যভাষার আদি গদ্যগ্রন্থ হিসেবে পরিচিত।
-রাজা রামমোহন রায় রচিত 'Bengali Grammar in English Language' ১৮২৬ সালে প্রকাশিত হয়।
-এটি পরবর্তীতে ১৮৩৩ সালে তিনি ‘গৌড়ীয় ব্যাকরণ’ নামে অনূদিত করেন, যা বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থ হিসেবে পরিচিত।
-নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ ‘A Grammar of the Bengal Language', যা ১৭৭৮ সালে ইংরেজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে চার্লস উইলকিনসের হুগলির মুদ্রণযন্ত্র থেকে গ্রন্থটির অংশবিশেষ বাংলায় মুদ্রিত হয়।

 


-রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রচিত ব্যাকরণ বিষয়ক গ্রন্থ ‘শব্দকথা (১৯১৭)।

ক) শাকটায়নী
খ) সৌপদ্ম
গ) কালাপিক
ঘ) লঘু কৌমুদী
ক) ভাষাবিদ
খ) বৈয়াকরণিক
গ) ঋগ্বেদবিদ
ঘ) ঔপন্যাসিক

জব সলুশন

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - ফোরম্যান (কারিগরী) (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন