তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ, সংখ্যা তিনটির গড় কত?

ক) 6
খ) 3
গ) 5
ঘ) 4
বিস্তারিত ব্যাখ্যা:

মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক-১, ক, ক+১

প্রশ্নমতে,
(ক-১)(ক)(ক+১) = ৫(ক-১+ক+ক+১)
বা, ক(ক²-১) = ৫×৩ক
বা, ক²-১ = ১৫
বা, ক² = ১৬
∴ ক = ৪
সুতরাং সংখ্যা তিনটি হলো ৩, ৪, ৫
এবং এদের গড় = (৩+৪+৫)/৩ = ৪

Related Questions

ক) π : 2
খ) 2 : π
গ) π:2√π
ঘ) 2√π:π
Note :

প্রশ্নমতে,
বৃত্তের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বা, πr2 = x2
বা, x = r√π

সুতরাং বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা
= 2πr : 4x
= 2πr : 4×r√π
= π : 2√π

ক) ৭:৫
খ) ৫:৭
গ) ৪:৩
ঘ) ৩:৪
Note :

ধরি,

হীরার আয় = H

হ্যাপির আয় = h

 

প্রশ্নমতে, 

H x ৩৫% = h × ২৫%

=> H/h = ২৫%/৩৫%

:. H : h = ৫ : ৭

ক) 20000
খ) 25000
গ) 15000
ঘ) 10000
Note :

 ধরি, আয় ও ব্যয় যথাক্রমে ৫x ও  ৩ x  টাকা ∴ সঞ্চয় (৫x  - ৩x) টাকা প্রশ্নমতে, ৫x - ৩x = ১০,০০০ বা, 2x = ১০,০০০ বা, x  = ৫,০০০ ∴ আয়  =  ৫ ×৫০০০ = ২৫,০০০ টাকা। 

ক) ১:৫
খ) ১:৬
গ) ৩:১
ঘ) ৮:১
Note :

রুনার বয়স 3 বছর = 3 x 12 = 36 মাস

ভাইয়ের বয়স 6 মাস

রুনা ও তার ভাইয়ের বয়সের অনুপাত, রুনা : তার ভাই = 36 : 6 = 6 : 1

সুতরাং,  1 : 6

ক) 11:10
খ) 9:10
গ) 10:11
ঘ) 10:09
Note :

মনে করি, কলমের ক্রয়মূল্য=১০০ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য=১০০+১০০ এর ১০% 

                                 = ১০০+ ১০০×১০/১০০

                                 = ১০০+১০ 

                                 =১১০ টাকা

সুতরাং, বিক্রয়মূল্যঃক্রয়মূল্য=১১০ঃ১০০ বা ১১ঃ১০

জব সলুশন

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার (20-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন