একজন ছাত্র ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পরতো। সে কতগুলো কলম কিনল?

ক) ৬টি
খ) ৭টি
গ) ৫টি
ঘ) ১৫টি
বিস্তারিত ব্যাখ্যা:

মনেকরি,
সে কলম কিনেছিল = x টি
প্রশ্নমতে,
240/x -240/x+1 =1
⇒240(1/x-1/x+1)= 1
⇒ x + 1 - x/ x2 + x = 1/240
⇒1/x2+x = 1/240
⇒x²+x-240=0
⇒x² + 16x-15x - 240 = 0
⇒x(x+16) - 15(x+16) = 0
⇒(x+16)(x-15)=0
.:x-15= 0 [':'x ≠ -16]
⇒x=15

বিকল্প পদ্ধতি : 
 

ধরি, ছাত্রটি ক সংখ্যক  কলম কিনেছিল।

তাহলে, ১টি কলমের দাম = (২৪০/ক) টাকা

১টি কলম বেশি পেলে কলমের সংখ্যা = ক+১

তখন, ১টি কলমের দাম হবে = (২৪০/ক+১) টাকা

প্রশ্নমতে,
ক=১৫  এবং  ক= - ১৬(গ্রহণযোগ্য নহে)

সুতরাং, ছাত্রটি ১৫টি কলম কিনেছিল। (উত্তর)

 

Related Questions

ক) 6
খ) 7.5
গ) 8
ঘ) 9
Note :

সংখ্যাগুলি: ৭, ১২, ১৭, ৩, ১১, ৬, ১, ৩

১. সংখ্যাগুলির যোগফল:

৭+১২+১৭+৩+১১+৬+১+৩=৬০

২. সংখ্যাগুলির মোট পরিমাণ:

সংখ্যাগুলির মোট সংখ্যা = ৮

৩. গড় নির্ণয় করুন:
গড়= যোগফল/ মোট সংখ্যা = ৬০/৮=.

তাহলে, সংখ্যাগুলোর গড় হলো ৭.৫

ক) 48
খ) 49
গ) 50
ঘ) কোনটিই নয়
Note :

৫টি সংখ্যার সমষ্টি = ৫×৪৬ = ২৩০

৪টি " " " " " ৪× ৪৫ = ১৮০

সুতরাং ৫ম সংখ্যাটি = ( ২৩০ - ১৮০) = ৫০

উত্তরঃ ৫০

ক) ২০.১৫ সেমি
খ) ২০.২০ সেমি
গ) ২০.২৫ সেমি
ঘ) ৬৫ সেমি
Note :

মার্চ  মাস = ৩১ দিন সুতরাং ,মার্চ  মাসে বৃষ্টি = (.৬৫x ৩১)=২০.১৫ সেমি

ক) ০.০২৫
খ) ০.০৫
গ) ০.০৬
ঘ) ০.০৫৫
Note :

এক-দশমাংশ= ১/১০ = ০.১

এক-শতাংশ= ১/১০০ = ০.০১

∴নির্ণেয় গড় = (০.১+০.০১)/২

             = ০.০৫৫

ক) 18
খ) 24
গ) 35
ঘ) 42
Note :

মনে করি, দ্বিতীয় সংখ্যাটি = ক
তাহলে, প্রথম সংখ্যাটি = ২ক
তৃতীয় সংখ্যাটি = ৪ক 
প্রশ্নমতে,
(২ক+ক+৪ক)/৩ = ৫৬
⇒ ৭ক/৩ = ৫৬
⇒ ৭ক = ৫৬*৩
⇒ ৭ক = ১৬৮
⇒ ক = ১৬৮/৭ 
⇒ ক = ২৪
∴ দ্বিতীয় সংখ্যাটি = ২৪
প্রথম সংখ্যাটি = ২*২৪ = ৪৮ 
তৃতীয় সংখ্যাটি = ৪*২৪ = ৯৬ 
সুতরাং, ছোট সংখ্যাটি = ২৪ 

ক) 10
খ) 20
গ) 25
ঘ) 30
Note :

১০ টি সংখ্যার যোগফল = ১০০
প্রথম দুইটি সংখ্যার গড় = ২০
প্রথম দুইটি সংখ্যার সমষ্টি = ২০×২ = ৪০
৩য় ও ৪র্থ সংখ্যার সমষ্টি = ৫০

প্রথম চারটি সংখ্যার সমষ্টি = (৪০ + ৫০) = ৯০
অতএব ,পঞ্চম সংখ্যাটি =(১০০ - ৯০ ) = ১০ 

জব সলুশন

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার (28-11-2025)

স্বরাষ্ট্র মন্ত্রণালয় - ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর - স্টেশন অফিসার (নন ক্যাডার) (24-11-2025)

বাংলাদেশ সুপ্রীম কোর্ট - অফিস সহকারী (22-11-2025)

প্রতিরক্ষা মন্ত্রণালয় (ডিজিএফআই) - সহকারী পরিচালক (22-11-2025)

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) - মেডিক্যাল অফিসার (20-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন