একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

ক) ২৪ সে. মি.
খ) ১৮ সে. মি.
গ) ৩৬ সে. মি.
ঘ) ১২ সে. মি.
বিস্তারিত ব্যাখ্যা:

রম্বসের ক্ষেত্রফল = 1/2 কর্ণদ্বয়ের গুণফল

রম্বসের ক্ষেত্রফল = 1/2 x 8 x 9 = 36 বর্গসেমি

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 36 বর্গসেমি

বর্গক্ষেত্রের বাহু = 6 সেমি

পরিসীমা = 6 x 4 সেমি = 24 সেমি

Related Questions

ক) সন্নিহিত কোণ
খ) সরলকোণ
গ) পূরককোণ
ঘ) সূক্ষ্মকোণ
Note :

আমরা জানি, সমকোণ এর পরিমাপ ৯০°।

আবার জানি, প্রত্যেক ত্রিভুজের তিন কোণের মোট পরিমাপ ১৮০°। 

এখন সমকোণী ত্রিভুজ এর একটি তো অবশ্যই সমকোণ, অর্থাৎ ৯০°।

তাহলে অন্য দুটি কোন মিলে হবে  ১৮০° - ৯০° = ৯০°।

তাহলে সেই দুটি কোণের প্রত্যেকটি অবশ্যই  ৯০° এর কম হবে,

যেমন, ১° ও ৮৯°

বা ৭° ৮৩°,

হতে পারে ২৫° ও ৬৫°। 

কেননা দুটো মিলে হবে ৯০°।

সুতরাং, প্রত্যেকটি ৯০° এর কম পরিমাপের হবে। 

আর ৯০° এর চেয়ে ছোট কোণকেই সূক্ষ্মকোণ বলা হয়। 

অতএব, ত্রিভুজের একটি কোন ৯০ ডিগ্রি অপর দুইটি কোন ৯০ ডিগ্রী অপেক্ষা কম।

তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ। 

ক) ১৮০ ডিগ্রী
খ) ১৯০ ডিগ্রী
গ) ২৭০ ডিগ্রী
ঘ) ৯০ ডিগ্রী
Note :

ত্রিভুজের তিন কোণের যোগফল ১৮০০

একটি কোণ ৯০০ হলে,

অপর কোণদ্বয়ের যোগফল = (১৮০ - ৯০) = ৯০ ডিগ্রী

ক) 6
খ) 4
গ) 2
ঘ) 5
Note :

ABC সমকোণী ত্রিভুজের

অতিভুজ BC = 5,

AB = 3

ভূমি AC এর মান,

AC = √ (BC² - AB²) = √ 5² - 3² = √(25 - 9) = √ 16 = 4

ক) সমদ্বিবাহু ত্রিভুজ
খ) সমবাহু ত্রিভুজ
গ) বিষমবাহু ত্রিভুজ
ঘ) বিপরীত বাহু ত্রিভুজ
Note :

যে ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান বলে এর কোণ তিনটিও সমান।

যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার বলা যায়, যে ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এর তিনটি বাহুই অসমান বলে তিনটে কোণই অসমান। অর্থাৎ এর তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম।

ক) 24
খ) 36
গ) 48
ঘ) 50
Note :

দেওয়া আছে, ভূমি b = ১৬ মিটার

বাহুর দৈর্ঘ্য a = ১০ মিটার

আমরা জানি,

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/৪ × √(৪a^২ - b^২) বর্গমিটার

= ১৬/৪ × √ (৪০০ - ২৫৬)

= ১৬/৪ ×১২ = ৪৮ বর্গমিটার

ক) ৬: ৫: ৪
খ) ৩: ৪: ৫
গ) ১২: ৮: ৪
ঘ) ৬:৪: ৩
Note :

সমকোণী এিভুজ হওয়ার শর্ত,

(অতিভুজ) ² = (ভূমি)² + (লম্ব)²

= >৫² = ৪² + ৩²

সুতরাং ৩, ৪, ৫ দ্বারা সমকোণী এিভুজ অংকন সম্ভব

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন