একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে ৪ সেমি ও ৬ সেমি হলে রম্বরের ক্ষেত্রফল কত?

ক) 6
খ) 8
গ) 12
ঘ) 24
বিস্তারিত ব্যাখ্যা:

প্রদত্ত,
রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ৪ সেমি ও ৬ সেমি।

রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ
ক্ষেত্রফল = ½ × (প্রথম কর্ণ × দ্বিতীয় কর্ণ)

অতএব,
ক্ষেত্রফল = ½ × 4 × 6
= ½ × 24
= 12 বর্গ সেমি

Related Questions

ক) 24 বর্গ একক
খ) ৮ বর্গ একক
গ) 16 বর্গ একক
ঘ) 32 বর্গএকক
Note :

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক
বর্গক্ষেত্রের পরিসীমা 4a একক

দেওয়া আছে, 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক

প্রশ্নমতে, 
a√2 = 4√2
a = 4

বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × 4 একক
                          = 16 একক

ক) ৩ সেমি
খ) ২ সেমি
গ) ৬ সেমি
ঘ) ৪ সেমি
Note :

দেওয়া আছে, দৈর্ঘ্য = ৮ মিটার

পরিসীমা = ২৪ মিটার

আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2 ( দৈর্ঘ্য + প্রস্থ)

=> ২৪ = ২ (৮ + প্রস্থ)

=> প্রস্থ = ৪ মিটার

ক) 24
খ) 60
গ) 12
ঘ) 48
Note :

AOD একটি সমকোণী ত্রিভুজ

অতিভুজ AD = 5 সেমি;AO = 3 সেমি এবং OD = 4 সেমি।

AC = 2 × 3 = 6 সেমি এবং BD = 2 × 4 = 8 সেমি।

রম্বসের ক্ষেত্রফল = 1/2 × AC × BD

= 1/2 × 6 × 8 বর্গসেমি

= 24 বর্গসেমি।

ক) ভূমি
খ) কর্ণ
গ) মধ্যমা
ঘ) উচ্চতা
Note :

কোন চতুভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে কর্ণ ।

ক) ৩৬০°
খ) ২৭০°
গ) ১৮০°
ঘ) ৪২০°
Note :

চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°

= ৪ × ৯০°

= চার সমকোণ

ক) ১৫৬ বর্গফুট
খ) ১২৮ বর্গফুট
গ) ১৬৪ বর্গফুট
ঘ) ২১৮ বর্গফুট
Note :

বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য = ৮ ফুট

 ∴ কৰ্ণ =৮√২ ফুট

তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৮√২)²

= ৬৪ ×  ২ 
= ১২৮ বর্গফুট

 

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন