নিচের কোনটি 'Incumbent' শব্দটির পারিভাষিক শব্দ?
ক) প্রারম্ভিক
খ) পদধারী
গ) অনিয়মিত
ঘ) সনাক্ত
বিস্তারিত ব্যাখ্যা:
'Incumbent' বলতে বর্তমানে কোনো নির্দিষ্ট পদে আসীন ব্যক্তিকে বোঝায়। এর সঠিক পরিভাষা 'পদধারী'।
Related Questions
ক) জীব বিজ্ঞানী
খ) পানি বিজ্ঞানী
গ) মৃত্তিকা বিজ্ঞানী
ঘ) মহাকাশ বিজ্ঞানী
Note : যিনি পানি, বিশেষত ভূপৃষ্ঠের ও ভূগর্ভস্থ পানির গতি, বন্টন ও গুণাগুণ নিয়ে গবেষণা করেন, তাকে 'Hydrologist' বা 'পানি বিজ্ঞানী' বলা হয়।
ক) মানব পরিমাপ
খ) মানুষের দাম
গ) মানবিক মূল্যবোধ
ঘ) মানব মূল্যমান
Note : 'Human Values' বলতে সততা, দয়া, সহমর্মিতার মতো গুণাবলিকে বোঝায়, যা মানুষকে শ্রেয়তর করে তোলে। এর সঠিক পরিভাষা 'মানবিক মূল্যবোধ'।
ক) হলফনামা
খ) জামিন
গ) সত্য সাক্ষ্য
ঘ) আপত্তি
Note : 'Oath' অর্থ শপথ বা প্রতিজ্ঞা। তবে আইন বা দাপ্তরিক প্রেক্ষাপটে লিখিত শপথকে 'Affidavit' বা 'হলফনামা' বলা হয়।
ক) স্মারক
খ) প্রজ্ঞাপন
গ) বিজ্ঞাপন
ঘ) বিজ্ঞপ্তি
Note : সরকারি বা বিধিবদ্ধ কোনো সিদ্ধান্ত বা ঘোষণা যখন আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানোর জন্য প্রকাশ করা হয়, তখন তাকে 'Notification' বলে। এর সবচেয়ে উপযুক্ত পরিভাষা 'প্রজ্ঞাপন'।
ক) শ্বেতপত্র
খ) পাণ্ডুলিপি
গ) নিশ্চয়
ঘ) ইশতেহার
Note : প্রকাশের আগে লেখকের হাতে লেখা বা টাইপ করা কোনো বই বা রচনার মূল কপিকে 'Manuscript' বা 'পাণ্ডুলিপি' বলা হয়।
ক) পরমানন্দ
খ) আনন্দাশ্রু
গ) আনন্দময়ী
ঘ) আনন্দিত
Note : 'Ecstasy' মানে হলো তীব্র আনন্দের চূড়ান্ত অবস্থা। তাই 'Ecstasy of happiness' এর অর্থ 'পরমানন্দ'।
জব সলুশন