Whirlpool - এর অর্থ -
ক) ঘূর্ণি
খ) ঝড়
গ) প্রলয়
ঘ) জলাতঙ্ক
বিস্তারিত ব্যাখ্যা:
'Whirlpool' বলতে পানির মধ্যে সৃষ্ট ঘূর্ণিকে বোঝায়, যা কোনো কিছুকে টেনে নিতে পারে। এর অর্থ 'ঘূর্ণি' বা 'ঘূর্ণিজল'।
Related Questions
ক) অসামান্য
খ) সাধারণ
গ) কদাচিৎ
ঘ) গম্বুজ
Note : 'Seldom' একটি adverb যার অর্থ যা খুব কম ঘটে বা প্রায় ঘটে না। এর সঠিক অর্থ 'কদাচিৎ'।
ক) ধর্মহীনতা
খ) ধর্মবিরোধিতা
গ) ধর্মনিরপেক্ষতা
ঘ) ধর্মদ্রোহিতা
Note : 'Secularism' হলো সেই নীতি যেখানে রাষ্ট্র ধর্মীয় বিষয় থেকে নিরপেক্ষ থাকে এবং কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না। এর সঠিক পরিভাষা 'ধর্মনিরপেক্ষতা'।
ক) প্রাসঙ্গিক
খ) সময়মত
গ) তৎপর
ঘ) যথাযথ
Note : 'Relevant' বলতে আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত বা সঙ্গতিপূর্ণ কিছুকে বোঝায়। এর সঠিক অর্থ 'প্রাসঙ্গিক'।
ক) অতি সুন্দর
খ) ভালো
গ) পরিশুদ্ধ
ঘ) সংস্কার
Note : 'Refine' করার অর্থ হলো কোনো কিছু থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে তাকে খাঁটি বা বিশুদ্ধ করা। এর সঠিক অর্থ 'পরিশুদ্ধ' করা।
ক) প্রারম্ভিক
খ) পদধারী
গ) অনিয়মিত
ঘ) সনাক্ত
Note : 'Incumbent' বলতে বর্তমানে কোনো নির্দিষ্ট পদে আসীন ব্যক্তিকে বোঝায়। এর সঠিক পরিভাষা 'পদধারী'।
ক) জীব বিজ্ঞানী
খ) পানি বিজ্ঞানী
গ) মৃত্তিকা বিজ্ঞানী
ঘ) মহাকাশ বিজ্ঞানী
Note : যিনি পানি, বিশেষত ভূপৃষ্ঠের ও ভূগর্ভস্থ পানির গতি, বন্টন ও গুণাগুণ নিয়ে গবেষণা করেন, তাকে 'Hydrologist' বা 'পানি বিজ্ঞানী' বলা হয়।
জব সলুশন