কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে?
ক) সে গ্রামে যাবে
খ) ছুটি হলে ঘণ্টা বাজে
গ) তাকে গ্রামে যেতে হবে
ঘ) আমার যাওয়া হবে না
বিস্তারিত ব্যাখ্যা:
ভাববাচ্যে কর্তা সাধারণত ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তিযুক্ত হয়। 'আমার যাওয়া হবে না'—এই বাক্যে কর্তা 'আমি' ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়ে 'আমার' পদে পরিণত হয়েছে এবং 'যাওয়া' ক্রিয়ার ভাবটিই প্রধান। এটি ভাববাচ্যের কর্তার সঠিক উদাহরণ।
Related Questions
ক) আমি আর গেলাম না
খ) এবার মাছ ধরা যাক
গ) আম বোধ হয় পেঁকেছে
ঘ) কুকুর লোকটিকে কামড়ালো
Note : 'এবার মাছ ধরা যাক'—এই বাক্যে কোনো নির্দিষ্ট কর্তা নেই এবং 'ধরা' ক্রিয়াটি সম্পন্ন করার প্রস্তাব বা ভাবটিই প্রধান। তাই এটি ভাববাচ্যের উদাহরণ। অন্য বাক্যগুলো কর্তৃবাচ্যের উদাহরণ।
ক) কর্মবাচ্য
খ) ভাববাচ্য
গ) যৌগিক
ঘ) কর্মকর্তৃবাচ্য
Note : বাক্যটিতে 'বের করা' ক্রিয়ার ভাব বা প্রয়োজনীয়তাকেই প্রধান করে দেখানো হয়েছে। এখানে কর্তা উহ্য এবং কাজটি করার ওপর জোর দেওয়া হয়েছে। তাই এটি ভাববাচ্যের উদাহরণ। 'ডিঙি' কর্ম হলেও বাক্যের মূল ফোকাস কর্মের ওপর নয়, বরং ক্রিয়ার ওপর।
ক) কর্তৃবাচ্য
খ) ভাববাচ্য
গ) কর্মকর্তৃবাচ্য
ঘ) কর্মবাচ্য
Note : এই বাক্যে 'হাঁটা' ক্রিয়ার অর্থই প্রধান এবং কর্তা 'তুমি' (তোমাকে) গৌণ। ক্রিয়ার ভাবই যখন বাক্যে প্রধান হয়ে ওঠে, তখন সেটি ভাববাচ্য হয়। এখানে হাঁটার বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে, যা একটি ভাব।
ক) কর্তৃবাচ্য
খ) সম্বন্ধ-কর্তা ভাববাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মবাচ্য
Note : বাক্যটিতে 'যাওয়া' ক্রিয়ার অর্থই প্রধান। কর্তা 'তুমি' (তোমাকে) এখানে ক্রিয়ার সাথে সরাসরি কর্তৃকারকে যুক্ত না হয়ে ভিন্ন বিভক্তি নিয়েছে এবং তার উপর বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ক্রিয়ার ভাব প্রধান হওয়ায় এটি ভাববাচ্য।
ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) ক্রিয়া বাচ্য
Note : এই প্রশ্নসূচক বাক্যে 'থাকা' ক্রিয়ার ভাবটিই প্রধান। কর্তা এখানে উহ্য বা সাধারণীকৃত (generic)। কর্ম নেই এবং ক্রিয়ার ভাবই মূল হওয়ায় এটি ভাববাচ্য।
ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মকর্তৃবাচ্য
Note : এই বাক্যে 'যাওয়া' ক্রিয়ার ভাবটি প্রধান। এখানে কর্তা 'সে' (তার) অপ্রধান এবং বাক্যটি একটি আকাঙ্ক্ষা প্রকাশ করছে। যখন ক্রিয়ার ভাবই মুখ্য হয় এবং কর্তা গৌণ থাকে, তখন তাকে ভাববাচ্য বলে।
জব সলুশন