'বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন'- এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষরূপ হবে:

ক) বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
খ) বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
গ) “বাবা ছেলেকে বললেন, 'তুমি দীর্ঘজীবী হও'”
ঘ) বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
বিস্তারিত ব্যাখ্যা:
পরোক্ষ উক্তির 'কামনা করলেন' একটি আশীর্বাদমূলক ভাব প্রকাশ করে। এটিকে প্রত্যক্ষ উক্তিতে রূপান্তর করতে রিপোর্টিং ভার্ব 'বললেন' এবং আশীর্বাদসূচক বাক্য 'তুমি দীর্ঘজীবী হও' ব্যবহার করতে হবে, যা উদ্ধৃতি চিহ্নের মধ্যে থাকবে। অপশন 'গ' এই নিয়মটি সঠিকভাবে অনুসরণ করে।

Related Questions

ক) এখন
খ) আজগে
গ) এস
ঘ) তখন
Note : পরোক্ষ উক্তিতে প্রত্যক্ষ উক্তির কিছু শব্দের পরিবর্তন হয়। যেমন প্রত্যক্ষ উক্তির 'এখন' শব্দটি পরোক্ষ উক্তিতে 'তখন' হয়ে যায়। তাই 'তখন' একটি পরোক্ষ উক্তিতে ব্যবহৃত শব্দ।
ক) প্রত্যক্ষ উক্তির
খ) কর্মবাচ্যের
গ) কর্তৃবাচ্যের
ঘ) পরোক্ষ উক্তির
Note : এই বাক্যে বক্তার কথাকে ('বইটা আমার দরকার') অন্যের ভাষায় বা পরোক্ষভাবে বর্ণনা করা হয়েছে। সংযোজক অব্যয় 'যে' এর ব্যবহার এবং বক্তার পুরুষের পরিবর্তন (আমার -> তার) পরোক্ষ উক্তির বৈশিষ্ট্য। তাই এটি পরোক্ষ উক্তির উদাহরণ।
ক) তোমার বেড়ানো হলো
খ) তোমার বেড়ানো শেষ
গ) তুমি বেরিয়ে এলে
ঘ) তোমা কর্তৃক বেড়ানো হলো
Note : কর্তৃবাচ্য 'তুমি বেড়ালে' বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করতে হলে কর্তাকে ষষ্ঠী বিভক্তিতে ('তোমার') এবং ক্রিয়াকে ভাববাচক বিশেষ্য ('বেড়ানো') রূপে ব্যবহার করতে হয়। তাই সঠিক রূপান্তর হলো 'তোমার বেড়ানো হলো'।
ক) আমি বই পড়ছি
খ) আমরা বই পড়েছি
গ) আমি বই পড়তে যাচ্ছি
ঘ) আমি বই পড়েছি
Note : 'আমার বই পড়া হয়েছে' একটি কর্মবাচ্য (পুরাঘটিত বর্তমান কাল)। এর কর্তৃবাচ্য করতে হলে কর্তাকে (আমার) প্রথমা বিভক্তিতে (আমি) আনতে হবে এবং ক্রিয়াপদকে কর্তার অনুসারী করতে হবে। তাই সঠিক কর্তৃবাচ্য রূপ হলো 'আমি বই পড়েছি'।
ক) কর্তৃবাচ্য
খ) কর্মকর্তৃবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মবাচ্য
Note : এখানে 'সুতি কাপড়' কর্ম হলেও কর্তার ভূমিকা পালন করছে। কাপড় নিজে টেকে না, তার একটি গুণ হলো টেকসই হওয়া। যেহেতু কর্ম এখানে কর্তার কাজ করছে, তাই এটি কর্মকর্তৃবাচ্য।
ক) কর্মকর্তৃবাচ্য
খ) কর্তৃবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্মবাচ্য
Note : এই বাক্যে কর্ম 'কাজটা' কর্তার মতো আচরণ করছে। কাজটি নিজে দেখায় না, বরং অন্যের চোখে ভালো দেখায়। যখন কর্মকে কর্তার স্থানে বসিয়ে বাক্য গঠন করা হয়, তখন তাকে কর্মকর্তৃবাচ্য বলে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন