'আয়ের উপর অর্পিত কর' ব্যাসবাক্যটি কোন সমাসের?
ক) অব্যয়ীভাব
খ) দ্বন্দ্ব
গ) কর্মধারয়
ঘ) তৎপুরুষ
বিস্তারিত ব্যাখ্যা:
'আয়কর'-এর ব্যাসবাক্য এটি এবং এটি একটি মধ্যপদলোপী কর্মধারয়।
Related Questions
ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) তৎপুরুষ
ঘ) অলুক তৎপুরুষ
Note : 'চুলে-কাঁটা' একটি অলুক তৎপুরুষ।
ক) বহুব্রীহি
খ) দ্বিগু
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয়
Note : 'চৌচালা' (চৌ বা চার চাল যে ঘরের) একটি সংখ্যাবাচক বহুব্রীহি।
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) তৃতীয়া তৎপুরুষ
Note : 'জীবনতরী' (জীবন রূপ তরী) একটি রূপক কর্মধারয় সমাস। এখানে উপমেয় (জীবন) ও উপমান (তরী)-এর মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে।
ক) জীবন ও প্রদীপ
খ) জীবন আশ্রিত প্রদীপ
গ) জীবন রূপ প্রদীপ
ঘ) জীবনের প্রদীপ
Note : 'জীবনপ্রদীপ' একটি রূপক কর্মধারয় সমাস, যার সঠিক ব্যাসবাক্য 'জীবন রূপ প্রদীপ'।
ক) পূর্বপদ
খ) উত্তরপদ
গ) পরপদ
ঘ) দক্ষিণ পদ
Note : সমাসবদ্ধ পদের দুটি প্রধান অংশ থাকে। প্রথম অংশটিকে 'পূর্বপদ' এবং দ্বিতীয় বা শেষ অংশটিকে 'উত্তরপদ' বা 'পরপদ' বলা হয়। 'দক্ষিণ পদ' ব্যাকরণের কোনো পরিভাষা নয়।
ক) ব্যাসবাক্য
খ) সমস্যমান পদ
গ) সমাসবাক্য
ঘ) সমস্ত পদ
Note : সমাসের প্রক্রিয়ায় যে পদগুলো অংশ নেয় এবং মিলিত হয়, তাদের প্রত্যেকটিকে ‘সমস্যমান পদ’ বলা হয়। যেমন: 'রাজার পুত্র = রাজপুত্র' এখানে 'রাজার' এবং 'পুত্র' হলো সমস্যমান পদ।
জব সলুশন