যার সঙ্গে তুলনা করা হয় তাকে কী বলে?
ক) উপমান
খ) উপমেয়
গ) উপমিত
ঘ) তুলনামূলক শব্দ
বিস্তারিত ব্যাখ্যা:
ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যার সঙ্গে তুলনা করা হয়, তাকে 'উপমান' বলে। আর যাকে তুলনা করা হয়, তাকে 'উপমেয়' বলে।
Related Questions
ক) তৎপুরুষ
খ) দ্বিগু
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়
Note : 'মালগাড়ি' (মালের জন্য গাড়ি) একটি মধ্যপদলোপী কর্মধারয় বা তৎপুরুষ সমাস।
ক) অনুগমন
খ) সাহিত্যসভা
গ) পীতাম্বর
ঘ) রাতকানা
Note : 'পীতাম্বর' (পীত অম্বর যার) একটি বহুব্রীহি সমাস।
ক) কর্মধারয়
খ) দ্বিগু
গ) বহুব্রীহি
ঘ) কোনোটিই নয়
Note : 'নীলাম্বর' একটি কর্মধারয় সমাস। তবে 'নীল অম্বর যার' অর্থে বহুব্রীহিও হতে পারে।
ক) জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
খ) গমনাগমন (গমন ও আগমন)
গ) নদীমাতৃক (নদী মাতা যার)
ঘ) বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
Note : 'বাগদত্তা' (বাক্ দ্বারা দত্তা) তৃতীয়া তৎপুরুষ সমাস। অন্যগুলো মধ্যপদলোপী, দ্বন্দ্ব বা বহুব্রীহি।
ক) হাতের খড়ি
খ) হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
গ) হাতে যে খড়ি
ঘ) হাতে খড়ি যার
Note : 'হাতেখড়ি' একটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, যার পূর্ণাঙ্গ ব্যাসবাক্য 'হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে'।
ক) আয় দ্বারা ব্যয়- ৩য়া তৎপুরুষ সমাস
খ) আয়ের সঙ্গে ব্যয় - মধ্যপদলোপী কর্মধারয় সমাস
গ) আয় ও ব্যয় - দ্বন্দ্ব সমাস
ঘ) আয় বিহীন ব্যয়- ৩য়া তৎপুরুষ সমাস
Note : 'আয়-ব্যয়' একটি দ্বন্দ্ব সমাস এবং এর ব্যাসবাক্য 'আয় ও ব্যয়'।
জব সলুশন