'আয়-ব্যয়' পদের ব্যাসবাক্যসহ সমাস নিচের কোনটি শুদ্ধ?
ক) আয় দ্বারা ব্যয়- ৩য়া তৎপুরুষ সমাস
খ) আয়ের সঙ্গে ব্যয় - মধ্যপদলোপী কর্মধারয় সমাস
গ) আয় ও ব্যয় - দ্বন্দ্ব সমাস
ঘ) আয় বিহীন ব্যয়- ৩য়া তৎপুরুষ সমাস
বিস্তারিত ব্যাখ্যা:
'আয়-ব্যয়' একটি দ্বন্দ্ব সমাস এবং এর ব্যাসবাক্য 'আয় ও ব্যয়'।
Related Questions
ক) অব্যয়ীভাব
খ) দ্বন্দ্ব
গ) কর্মধারয়
ঘ) তৎপুরুষ
Note : 'আয়কর'-এর ব্যাসবাক্য এটি এবং এটি একটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) বহুব্রীহি
খ) কর্মধারয়
গ) তৎপুরুষ
ঘ) অলুক তৎপুরুষ
Note : 'চুলে-কাঁটা' একটি অলুক তৎপুরুষ।
ক) বহুব্রীহি
খ) দ্বিগু
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয়
Note : 'চৌচালা' (চৌ বা চার চাল যে ঘরের) একটি সংখ্যাবাচক বহুব্রীহি।
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) তৃতীয়া তৎপুরুষ
Note : 'জীবনতরী' (জীবন রূপ তরী) একটি রূপক কর্মধারয় সমাস। এখানে উপমেয় (জীবন) ও উপমান (তরী)-এর মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে।
ক) জীবন ও প্রদীপ
খ) জীবন আশ্রিত প্রদীপ
গ) জীবন রূপ প্রদীপ
ঘ) জীবনের প্রদীপ
Note : 'জীবনপ্রদীপ' একটি রূপক কর্মধারয় সমাস, যার সঠিক ব্যাসবাক্য 'জীবন রূপ প্রদীপ'।
ক) পূর্বপদ
খ) উত্তরপদ
গ) পরপদ
ঘ) দক্ষিণ পদ
Note : সমাসবদ্ধ পদের দুটি প্রধান অংশ থাকে। প্রথম অংশটিকে 'পূর্বপদ' এবং দ্বিতীয় বা শেষ অংশটিকে 'উত্তরপদ' বা 'পরপদ' বলা হয়। 'দক্ষিণ পদ' ব্যাকরণের কোনো পরিভাষা নয়।
জব সলুশন