প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-
ক) উপমিত
খ) উপমেয়
গ) উপমান
ঘ) রূপক
বিস্তারিত ব্যাখ্যা:
প্রত্যক্ষ বা দৃশ্যমান বস্তু, যার সঙ্গে তুলনা করা হয়, তাকে 'উপমান' বলে। যেমন, 'কাজলের মতো কালো' এখানে 'কাজল' উপমান।
Related Questions
ক) উপমান
খ) উপমেয়
গ) উপমিত
ঘ) তুলনামূলক শব্দ
Note : ব্যাকরণের নিয়ম অনুযায়ী, যার সঙ্গে তুলনা করা হয়, তাকে 'উপমান' বলে। আর যাকে তুলনা করা হয়, তাকে 'উপমেয়' বলে।
ক) তৎপুরুষ
খ) দ্বিগু
গ) দ্বন্দ্ব
ঘ) কর্মধারয়
Note : 'মালগাড়ি' (মালের জন্য গাড়ি) একটি মধ্যপদলোপী কর্মধারয় বা তৎপুরুষ সমাস।
ক) অনুগমন
খ) সাহিত্যসভা
গ) পীতাম্বর
ঘ) রাতকানা
Note : 'পীতাম্বর' (পীত অম্বর যার) একটি বহুব্রীহি সমাস।
ক) কর্মধারয়
খ) দ্বিগু
গ) বহুব্রীহি
ঘ) কোনোটিই নয়
Note : 'নীলাম্বর' একটি কর্মধারয় সমাস। তবে 'নীল অম্বর যার' অর্থে বহুব্রীহিও হতে পারে।
ক) জীবনবীমা (জীবন রক্ষার বীমা)
খ) গমনাগমন (গমন ও আগমন)
গ) নদীমাতৃক (নদী মাতা যার)
ঘ) বাগদত্তা (বাক্ দ্বারা দত্তা)
Note : 'বাগদত্তা' (বাক্ দ্বারা দত্তা) তৃতীয়া তৎপুরুষ সমাস। অন্যগুলো মধ্যপদলোপী, দ্বন্দ্ব বা বহুব্রীহি।
ক) হাতের খড়ি
খ) হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে
গ) হাতে যে খড়ি
ঘ) হাতে খড়ি যার
Note : 'হাতেখড়ি' একটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, যার পূর্ণাঙ্গ ব্যাসবাক্য 'হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে'।
জব সলুশন