নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?

ক) কাগজ ও পত্র = কাগজপত্র
খ) সাপে ও নেউলে = সাপে-নেউলে
গ) কাগজ ও কলম = কাগজ-কলম
ঘ) যাকে ও তাকে = যাকে-তাকে
বিস্তারিত ব্যাখ্যা:
অলুক সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। 'সাপে ও নেউলে' থেকে 'সাপে-নেউলে' পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি।

Related Questions

ক) ঘরে-বাইরে
খ) ঘর-বাড়ি
গ) ভাই-বোন
ঘ) আমরা
Note : 'আমরা' একশেষ দ্বন্দ্বের উদাহরণ (সে ও তুমি ও আমি = আমরা)। অন্য অপশন 'ঘরে-বাইরে' (ঘরে ও বাইরে) অলুক দ্বন্দ্বের উদাহরণ।
ক) বই-পড়া
খ) ভাল-মন্দ
গ) ধীরে-সুস্থে
ঘ) দয়া-মায়া
Note : 'ধীরে-সুস্থে' (ধীরে ও সুস্থে) দুটি ক্রিয়া বিশেষণ পদের সমন্বয়ে গঠিত দ্বন্দ্ব সমাস।
ক) ধৃতি-চাদর
খ) ঘর-বার
গ) আকার-ইঙ্গিত
ঘ) বুক-পিঠ
Note : 'ধৃতি-চাদর' (ধুতি ও চাদর) দুটি সহচর বা প্রায় সমার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস। 'ঘর-বার' এখানে সহচর শব্দ নয়।
ক) সাজসজ্জা
খ) লেনদেন
গ) ছাইভস্ম
ঘ) গোলাগুলি
Note : 'লেনদেন' (লেনা ও দেনা) একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। অন্যগুলো সমার্থক বা প্রায় সমার্থক শব্দের মিলনে গঠিত দ্বন্দ্ব সমাস।
ক) লোক-জন
খ) ছোট-বড়
গ) ঘর-বাড়ি
ঘ) চিঠি-পত্র
Note : 'ছোট-বড়' একটি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। অন্যগুলো ('লোক ও জন', 'ঘর ও বাড়ি', 'চিঠি ও পত্র') সমার্থক দ্বন্দ্বের উদাহরণ।
ক) পূর্বপদ
খ) পরপদ
গ) উভয়পদ
ঘ) অন্যপদ
Note : দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান থাকে, তবে পূর্বপদটি সংখ্যাবাচক হয় এবং সমস্ত পদটি একটি সমষ্টি বা সমাহার বোঝায়। যেমন, 'তেমাথা' বলতে মাথাকেই বোঝানো হয়, যার সংখ্যা তিনটি।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন