কোনটি অলুক দ্বন্দ্ব সমাস?
ক) কাগজ-কলম
খ) রাজা-প্রজা
গ) তেলে-বেগুনে
ঘ) ছেলে-মেয়ে
বিস্তারিত ব্যাখ্যা:
'তেলে-বেগুনে' (তেলে ও বেগুনে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাস।
Related Questions
ক) দম্পতি
খ) আমরা
গ) বাঘে-মহিষে
ঘ) গায়ে-হলুদ
Note : 'বাঘে-মহিষে' (বাঘে ও মহিষে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাস।
ক) কলেছাঁটা
খ) হাতেকাটা
গ) হাতেখড়ি
ঘ) হাতে-পায়ে
Note : 'হাতে-পায়ে' (হাতে ও পায়ে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলুক দ্বন্দ্ব।
ক) মায়ে-ঝিয়ে
খ) ভাইবোন
গ) ঘরবাড়ি
ঘ) দম্পতি
Note : 'মায়ে-ঝিয়ে' (মায়ে ও ঝিয়ে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
ক) দুধে-ভাতে
খ) মাতা-পিতা
গ) কম-বেশি
ঘ) সাত-পাঁচ
Note : 'দুধে-ভাতে' (দুধে ও ভাতে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব।
ক) কাগজ ও পত্র = কাগজপত্র
খ) সাপে ও নেউলে = সাপে-নেউলে
গ) কাগজ ও কলম = কাগজ-কলম
ঘ) যাকে ও তাকে = যাকে-তাকে
Note : অলুক সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। 'সাপে ও নেউলে' থেকে 'সাপে-নেউলে' পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি।
ক) ঘরে-বাইরে
খ) ঘর-বাড়ি
গ) ভাই-বোন
ঘ) আমরা
Note : 'আমরা' একশেষ দ্বন্দ্বের উদাহরণ (সে ও তুমি ও আমি = আমরা)। অন্য অপশন 'ঘরে-বাইরে' (ঘরে ও বাইরে) অলুক দ্বন্দ্বের উদাহরণ।
জব সলুশন