'গোলাপফুল' সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য-

ক) গোলাপের ফুল
খ) গোলাপ নামের ফুল
গ) গোলাপি রঙের ফুল
ঘ) গোলাপি ফুল
বিস্তারিত ব্যাখ্যা:
'গোলাপফুল' মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হলো 'গোলাপ নামের ফুল'। এখানে 'নামের' পদটি লোপ পেয়েছে।

Related Questions

ক) কাঁচা ও মিঠা
খ) যা কাঁচা তাই মিঠা
গ) কাঁচার মিঠা
ঘ) কাঁচামিঠা
Note : 'কাঁচা-মিঠা' একটি কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হলো 'যা কাঁচা তাই মিঠা'। এখানে দুটি বিশেষণ পদ একই বস্তুকে বোঝাচ্ছে।
ক) তাল-তমাল
খ) দোয়াত-কলম
গ) চালাকচতুর
ঘ) জমাখরচ
Note : 'চালাকচতুর' কর্মধারয় সমাস (যে চালাক সেই চতুর)। অন্যগুলো (তাল ও তমাল, দোয়াত ও কলম, জমা ও খরচ) দ্বন্দ্ব সমাস।
ক) লাভ-লোকসান
খ) আয়-ব্যয়
গ) স্বর্গ-নরক
ঘ) ছেলে-মেয়ে
Note :

'ছেলে-মেয়ে' মিলনার্থক দ্বন্দ্বের উদাহরণ। বাকিগুলো ('লাভ ও লোকসান', 'আয় ও ব্যয়', 'স্বর্গ ও নরক') বিপরীতার্থক দ্বন্দ্ব।

ক) অলুক দ্বন্দ্ব
খ) মিলনার্থক দ্বন্দ্ব
গ) বিরোধর্থাক দ্বন্দ্ব
ঘ) বহুপদী দ্বন্দ্ব
Note : তিন বা ততোধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। 'সাহেব, বিবি ও গোলাম' এর একটি উদাহরণ।
ক) দেশে-বিদেশে
খ) মাতা-পিতা
গ) গনরাধম
ঘ) ধোয়ামোছা
Note : 'দেশে-বিদেশে' (দেশে ও বিদেশে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাস।
ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব
Note : 'জলে-স্থলে' (জলে ও স্থলে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলুক দ্বন্দ্ব।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন