'জলে-স্থলে' কী সমাস?

ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব
বিস্তারিত ব্যাখ্যা:
'জলে-স্থলে' (জলে ও স্থলে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলুক দ্বন্দ্ব।

Related Questions

ক) কাগজ-কলম
খ) রাজা-প্রজা
গ) তেলে-বেগুনে
ঘ) ছেলে-মেয়ে
Note : 'তেলে-বেগুনে' (তেলে ও বেগুনে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাস।
ক) দম্পতি
খ) আমরা
গ) বাঘে-মহিষে
ঘ) গায়ে-হলুদ
Note : 'বাঘে-মহিষে' (বাঘে ও মহিষে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাস।
ক) কলেছাঁটা
খ) হাতেকাটা
গ) হাতেখড়ি
ঘ) হাতে-পায়ে
Note : 'হাতে-পায়ে' (হাতে ও পায়ে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলুক দ্বন্দ্ব।
ক) মায়ে-ঝিয়ে
খ) ভাইবোন
গ) ঘরবাড়ি
ঘ) দম্পতি
Note : 'মায়ে-ঝিয়ে' (মায়ে ও ঝিয়ে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
ক) দুধে-ভাতে
খ) মাতা-পিতা
গ) কম-বেশি
ঘ) সাত-পাঁচ
Note : 'দুধে-ভাতে' (দুধে ও ভাতে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব।
ক) কাগজ ও পত্র = কাগজপত্র
খ) সাপে ও নেউলে = সাপে-নেউলে
গ) কাগজ ও কলম = কাগজ-কলম
ঘ) যাকে ও তাকে = যাকে-তাকে
Note : অলুক সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না। 'সাপে ও নেউলে' থেকে 'সাপে-নেউলে' পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন