'মহানদী' শব্দের ব্যাসবাক্য কোনটি?
ক) মহান যে নদী
খ) মহা যে নদী
গ) মহৎ যে নদী
ঘ) মহীয়সী যে নদী
বিস্তারিত ব্যাখ্যা:
'মহানদী' কর্মধারয় সমাসের উদাহরণ। এর সঠিক ব্যাসবাক্য হলো 'মহা যে নদী'। 'মহান' পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে বসে।
Related Questions
ক) গোলাপের ফুল
খ) গোলাপ নামের ফুল
গ) গোলাপি রঙের ফুল
ঘ) গোলাপি ফুল
Note : 'গোলাপফুল' মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য হলো 'গোলাপ নামের ফুল'। এখানে 'নামের' পদটি লোপ পেয়েছে।
ক) কাঁচা ও মিঠা
খ) যা কাঁচা তাই মিঠা
গ) কাঁচার মিঠা
ঘ) কাঁচামিঠা
Note : 'কাঁচা-মিঠা' একটি কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হলো 'যা কাঁচা তাই মিঠা'। এখানে দুটি বিশেষণ পদ একই বস্তুকে বোঝাচ্ছে।
ক) তাল-তমাল
খ) দোয়াত-কলম
গ) চালাকচতুর
ঘ) জমাখরচ
Note : 'চালাকচতুর' কর্মধারয় সমাস (যে চালাক সেই চতুর)। অন্যগুলো (তাল ও তমাল, দোয়াত ও কলম, জমা ও খরচ) দ্বন্দ্ব সমাস।
ক) লাভ-লোকসান
খ) আয়-ব্যয়
গ) স্বর্গ-নরক
ঘ) ছেলে-মেয়ে
Note :
'ছেলে-মেয়ে' মিলনার্থক দ্বন্দ্বের উদাহরণ। বাকিগুলো ('লাভ ও লোকসান', 'আয় ও ব্যয়', 'স্বর্গ ও নরক') বিপরীতার্থক দ্বন্দ্ব।
ক) অলুক দ্বন্দ্ব
খ) মিলনার্থক দ্বন্দ্ব
গ) বিরোধর্থাক দ্বন্দ্ব
ঘ) বহুপদী দ্বন্দ্ব
Note : তিন বা ততোধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। 'সাহেব, বিবি ও গোলাম' এর একটি উদাহরণ।
ক) দেশে-বিদেশে
খ) মাতা-পিতা
গ) গনরাধম
ঘ) ধোয়ামোছা
Note : 'দেশে-বিদেশে' (দেশে ও বিদেশে) পদে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ না পাওয়ায় এটি অলুক দ্বন্দ্ব সমাস।
জব সলুশন