উপমান শব্দের অর্থ-
ক) তুলনা
খ) তুলনীয় বস্ত
গ) সাদৃশ্য
ঘ) প্রত্যক্ষ বস্তু
বিস্তারিত ব্যাখ্যা:
'উপমান' অর্থ হলো যার সঙ্গে তুলনা করা হয় বা তুলনীয় বস্তু। যেমন, 'ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ' এখানে 'ভ্রমর' হলো উপমান।
Related Questions
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) তৎপুরুষ
Note : উপমান কর্মধারয়ে পরপদে বিশেষণ থাকে এবং পূর্বপদে উপমান বা তুলনীয় বস্তু থাকে। যেমন, তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র।
ক) নিত্য সমাস
খ) প্রাদি সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) দ্বিগু সমাস
Note : উপমান ও উপমেয় পদের সমন্বয়ে কর্মধারয় সমাস গঠিত হয়। এর তিনটি ভাগ: উপমান, উপমিত ও রূপক কর্মধারয়।
ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) উপমান কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) রূপক কর্মধারয়
Note : 'স্মৃতিসৌধ'-এর ব্যাসবাক্য 'স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ'। এখানে মধ্যপদ 'রক্ষার্থে নির্মিত' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) সমাস
খ) সন্ধি
গ) প্রত্যয়
ঘ) উপসর্গ
Note : 'সিংহাসন' একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, যার ব্যাসবাক্য 'সিংহ চিহ্নিত আসন'। তাই এটি সমাস প্রক্রিয়ায় গঠিত।
ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
খ) মহান যে পুরুষ = মহাপুরুষ
গ) কুসুমের মত কোমল = কুসুমকোমল
ঘ) জয়া ও পতি = দম্পতি
Note : 'সিংহাসন' এর ব্যাসবাক্য 'সিংহ চিহ্নিত আসন'। এখানে মধ্যপদ 'চিহ্নিত' লোপ পাওয়ায় এটি মধ্যপদলোপী কর্মধারয়।
ক) প্রাণের ভয়
খ) প্রাণ যাওয়ার ভয়
গ) প্রাণ হতে ভয়
ঘ) প্রাণ ও ভয়
Note : 'প্রাণভয়' এর ব্যাসবাক্য 'প্রাণ যাওয়ার ভয়'। এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
জব সলুশন