'পৃষ্ঠপ্রদর্শন' কোন সমাস?
ক) দ্বিতীয়া তৎপুরুষ
খ) তৃতীয়া তৎপুরুষ
গ) পঞ্চমী তৎপুরুষ
ঘ) ষষ্ঠী তৎপুরুষ
বিস্তারিত ব্যাখ্যা:
'পৃষ্ঠপ্রদর্শন' (পৃষ্ঠকে প্রদর্শন) একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
Related Questions
ক) দ্বিতীয়া তৎপুরুষ
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ
ঘ) তৃতীয়া তৎপুরুষ
Note : 'আম-কুড়ানো' (আমকে কুড়ানো) একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এখানে কর্মকারকের 'কে' বিভক্তি লোপ পেয়েছে।
ক) মৃত প্রায় যে
খ) অর্ধ সময় ব্যাপিয়া মৃত
গ) অর্ধ রূপে মৃত
ঘ) অর্ধ মৃত যে
Note : 'অর্ধমৃত' একটি তৃতীয়া তৎপুরুষ সমাস, যার ব্যাসবাক্য 'অর্ধ রূপে মৃত'।
ক) দ্বিতীয়া তৎপুরুষ
খ) চতুর্থী তৎপুরুষ
গ) ষষ্ঠী তৎপুরুষ
ঘ) সপ্তমী তৎপুরুষ
Note : কাল বা স্থান ব্যাপীয়া অর্থ বোঝালে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন: 'চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী'।
ক) প্রথম পদে
খ) শেষ পদে
গ) সর্বনাম পদে
ঘ) বিশেষ্য পদে
Note : তৎপুরুষ সমাসে পূর্বপদে কারক বিভক্তি (যেমন: কে, দ্বারা, জন্য, থেকে ইত্যাদি) থাকে, যা সমস্ত পদে লোপ পায়।
ক) বহুব্রীহি সমাস
খ) দ্বন্দ্ব সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) তৎপুরুষ সমাস
Note : এটি তৎপুরুষ সমাসের সংজ্ঞা। তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি (দ্বিতীয়া থেকে সপ্তমী) লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান থাকে।
ক) রাজার মিস্ত্রী
খ) রাজ যে মিস্ত্রী
গ) মিস্ত্রীর রাজা
ঘ) মিস্ত্রী যার রাজা
Note : 'রাজমিস্ত্রী' একটি কর্মধারয় সমাস (রাজা যে মিস্ত্রী)। তবে এটি মিস্ত্রীদের রাজা এই অর্থে ষষ্ঠী তৎপুরুষও হতে পারে। এখানে বিকল্প 'গ' বেশি গ্রহণযোগ্য।
জব সলুশন