সমাসের সাহায্যে গঠিত সাধিত শব্দ কোনটি?
ক) পরিষ্কার
খ) দেশত্যাগ
গ) ডুবন্ত
ঘ) উদ্যোগ
বিস্তারিত ব্যাখ্যা:
'দেশত্যাগ' (দেশকে ত্যাগ) একটি তৎপুরুষ সমাস। অন্যগুলো উপসর্গ বা প্রত্যয়যোগে গঠিত।
Related Questions
ক) হলুদের বাটা
খ) বাটা হয়েছে যে হলুদ
গ) বাটা যে হলুদ
ঘ) হলুদকে বাটা
Note : 'হলুদবাটা' (হলুদকে বাটা) একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
ক) বিস্ময় দ্বারা আপন্ন
খ) বিস্ময়ে আপন্ন
গ) বিস্ময়কে আপন্ন
ঘ) বিস্ময়ে যে আপন্ন
Note : 'বিস্ময়াপন্ন' (বিস্ময়কে আপন্ন) একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
ক) বিপদে আপন্ন
খ) বিপদকে আপন করে যে
গ) বিপদকে আপন্ন
ঘ) বিপদ রূপ আপন্ন
Note : 'বিপদাপন্ন' একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস, যার ব্যাসবাক্য 'বিপদকে আপন্ন'।
ক) চিরকাল সুখী
খ) চিরদিন সুখে থাকেন যিনি
গ) চিরকাল ব্যাপিয়া সুখী
ঘ) চিরসুখী যে
Note : 'চিরসুখী' একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য 'চিরকাল ব্যাপিয়া সুখী', যা ব্যাপ্তি অর্থ প্রকাশ করছে।
ক) দ্বিতীয়া তৎপুরুষ
খ) তৃতীয়া তৎপুরুষ
গ) পঞ্চমী তৎপুরুষ
ঘ) ষষ্ঠী তৎপুরুষ
Note : 'পৃষ্ঠপ্রদর্শন' (পৃষ্ঠকে প্রদর্শন) একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
ক) দ্বিতীয়া তৎপুরুষ
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ
ঘ) তৃতীয়া তৎপুরুষ
Note : 'আম-কুড়ানো' (আমকে কুড়ানো) একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এখানে কর্মকারকের 'কে' বিভক্তি লোপ পেয়েছে।
জব সলুশন