তৎপুরুষ সমাসের উদাহরণ নয় নিচের কোন সমস্তপদটি?
ক) আমরা
খ) মধুমাখা
গ) বটতলা
ঘ) বিলাত ফেরত
বিস্তারিত ব্যাখ্যা:
'আমরা' একটি একশেষ দ্বন্দ্ব সমাস (তুমি, আমি ও সে)। অন্যগুলো ('মধু দ্বারা মাখা', 'বটের তলা', 'বিলাত হতে ফেরত') তৎপুরুষ সমাস।
Related Questions
ক) সমাসবদ্ধ
খ) সন্ধি বিচ্ছেদজাত
গ) পদপ্রকরণ
ঘ) তৎসম শব্দ
Note : 'ঘোড়াড্ডিম' বা 'ঘোড়ার ডিম' একটি সমাসবদ্ধ পদ, যা অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ।
ক) অলুক দ্বন্দ্ব
খ) অলুক পঞ্চমী
গ) অলুক চতুর্থী
ঘ) অলুক তৃতীয়া
Note : 'বাঁশে-বাঁধা' (বাঁশে বাঁধা) একটি অলুক তৃতীয়া তৎপুরুষ সমাস, কারণ পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি।
ক) অব্যয়ীভাব
খ) বহুব্রীহি
গ) অলুক তৎপুরুষ
ঘ) উপপদ তৎপুরুষ
Note : 'চোখের-বালি' (চোখের বালি) একটি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে 'এর' বিভক্তি লোপ পায়নি।
ক) গ্রামছাড়া
খ) ধানখেত
গ) গাছপাকা
ঘ) গরুরগাড়ি
Note : 'গরুরগাড়ি'-তে (গরুর গাড়ি) পূর্বপদের ষষ্ঠী বিভক্তি 'র' লোপ পায়নি। তাই এটি অলুক ষষ্ঠী তৎপুরুষ।
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ সমাস
গ) নিত্য সমাস
ঘ) প্রাদি সমাস
Note : 'ঘোড়ার-ডিম' (ঘোড়ার ডিম) একটি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে পূর্বপদের 'র' বিভক্তি লোপ পায়নি।
ক) গায়েপড়া
খ) কাঁচাপাকা
গ) বৌভাত
ঘ) মুক্তিযুদ্ধ
Note : 'গায়েপড়া' (গায়ে এসে পড়ে যে) একটি অলুক তৎপুরুষ সমাস। এখানে 'গায়ে' পদের 'এ' বিভক্তি লোপ পায়নি।
জব সলুশন